Select Page

‘হাওয়া’ সিনেমাকে খুঁজে নিল কানাডার প্রদর্শক

‘হাওয়া’ সিনেমাকে খুঁজে নিল কানাডার প্রদর্শক

অনেক দিন ধরে উত্তর আমেরিকার বাজারে বাংলা সিনেমা পরিবেশনা করে আসছে স্বপ্ন স্কেয়ারক্রো। এতদিন কানাডার প্রধান সিনেমা চেইন সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্টের থিয়েটারে ছবি দেখিয়ে আসলেও ‘হাওয়া’র ক্ষেত্রে রীতিমতো জাদুকরি ঘটনা ঘটেছে।

স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট সজীব সপ্তক জানালেন, তাদের রীতিমতো সরকারি সাহায্যে খুঁজে বের করেছে কানাডার দ্বিতীয় বৃহত্তম চেইন ল্যান্ডমার্ক সিনেমাস। অন্যদিকে সিনেপ্লেক্সে এক সপ্তাহ আগে শুরু হয়েছে মেজবাউর রহমান সুমনের সিনেমাটির বুকিং।

এ বিষয়ে বাংলাদেশ সময় ২৫ আগস্ট সজীব ফেসবুকে লেখেন, আজকে হঠাৎ Alberta Provincial Government এর Film Classification Board প্রধান ইমেইল করে বলল, একটা থিয়েটার আমার সাথে কথা বলতে চায়, আমার কন্টাক্ট ইনফো তাদেরকে দিবে কিনা! আমিতো অবাক, এইভাবে সরকারের সাহায্য নিয়ে আমাকে খুঁজার কি মানে! খুবই Unusual. তারপরের ঘটনা আরো Unusual. Landmark Cinemas, কানাডার ২য় বৃহত্তম সিনেমা চেইন, আমাকে হন্যে হয়ে খুঁজছে, তাদের ২টা থিয়েটারে ‘হাওয়া’ চালাবে বলে!!! কোথাও না পেয়ে Classification Board এর দ্বারস্থ হয়েছে। মানে, Literally!!! বিশ্বাস করা যায়!!! এতদিন আমরা সিনেমা চেইনগুলাকে রিকুয়েস্ট পাঠাতাম, কোন কোন লোকেশনে সিনেমা চালাতে চাই। এখন সিনেমা চেইন আমাকে খুঁজছে আমাদের সিনেমা চালানোর জন্য!!! (এখানে বলে রাখা ভাল, কানাডাতে আমরা শুধু ‘CINEPLEX ENTERTAINMENT’ এর থিয়েটারগুলিতে বাংলাদেশের সিনেমা মুক্তি দেই যেহেতু এটা সবচেয়ে বড় চেইন & এতেই আমাদের ম্যাক্সিমাম দর্শক কাভার হয়ে যায়।) আমি তাকে বললাম, তুমিতো নিশ্চয়ই জানো ‘হাওয়া’ সিনেমা সম্পর্কে যেহেতু চালাতে চাচ্ছো। উত্তরে সে বলল, Daily Star এর একটা রিপোর্ট somehow তাদের নজরে এসেছে, যেখানে সে দেখেছে ‘হাওয়া’ নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনার খবর। যেহেতু SWAPNA SCARECROW অনেক দিন ধরে কানাডায় বাংলাদেশের সিনেমা থিয়েট্রিক্যালি রিলিজ করছে, এখানে একটা মার্কেট almost established, তাই Landmark মনে করছে, এখনি সময় তারাও এ মার্কেটটা ধরতে চায়।

২ নম্বর ঘটনাটা আরো অসাধারণ। CINEPLEX ENTERTAINMENT তাদের হিস্ট্রিতে প্রথমবারের মত কোন বাংলাদেশের সিনেমার ADVANCE TICKET ১ সপ্তাহ আগে open করছে। ২৫ আগস্ট রাত থেকেই তাদের ১১টা লোকশনে ‘হাওয়া’র অগ্রিম টিকেট বিক্রি শুরু হচ্ছে। আগ্রহীরা CINEPLEX ENTERTAINMENT এর website/app/counter থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন। সাধারনতঃ সিনেমা মুক্তির ২/৩ দিন আগে থেকে মাল্টিপ্লেক্সগুলিতে ADVANCE TICKET বিক্রি শুরু হয়। খুব হাইপওয়ালা সিনেমার ক্ষেত্রে তারা এমন ১ সপ্তাহ/১০ দিন আগে থেকে টিকেট বিক্রি শুরু করে।

বর্তমানে অস্ট্রেলিয়া প্রদর্শিত হচ্ছে ‘হাওয়া’। সেখানেও দারুণ সাড়া পাওয়া গেছে বলে শোনা যাচ্ছে।


মন্তব্য করুন