Select Page

বীরাঙ্গনার বেশে আনোয়ারা, যুদ্ধশিশু ছবি

বীরাঙ্গনার বেশে আনোয়ারা, যুদ্ধশিশু ছবি

রোকেয়া নামের এক বীরাঙ্গনা ও যুদ্ধশিশু মুক্তির গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘জননী জন্মভূমি’।

নাদিয়া আফরিন রেখা রচিত ও পরিচালিত ছবিতে রোকেয়ার চরিত্রে অভিনয় করেছেন আনোয়ারা বেগম, মুক্তির চরিত্রে ফারজানা ছবি।

বিদেশের মাটিতে বেড়ে ওঠা মুক্তির বয়স ৪৮। পালক বাবার কাছে জানতে পারে সে একজন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সন্তান। জননীর খোঁজে জন্মভূমি বাংলাদেশে আসে মুক্তি। তারপর কী হয়, তা নিয়ে এ সিনেমা।

আনোয়ারা বলেন, ‘করোনায় সব ধরনের শুটিং বন্ধ রেখেছিলাম। কিন্তু এই ছবির চিত্রনাট্য এবং রোকেয়া চরিত্রটি আমার খুবই পছন্দ হয়েছে। ঝুঁকি নিয়েই স্বাস্থ্যবিধি মেনে শুটিং করেছি। এ ধরনের ছবির প্রস্তাব তো বারবার পাব না।’

অন্যদিকে ফারজানা ছবি বলেন, ‘ছবিটা দেখে বাংলাদেশের ইতিহাসের রূঢ় কিছু বাস্তবতা উপলব্ধি করতে পারবেন দর্শক। গল্পের মুক্তি হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করেছি। বাকিটা দর্শকই বলবেন।’

‘জননী জন্মভূমি’তে আরও আছেন মাহমুদ সাজ্জাদ, শেলী আহ্সান, বড়দা মিঠু, পীরজাদা হারুন, তনামী হক, আয়েশা নাফিসা, শরীফ খান, সায়েম সামাদ প্রমুখ।

বিজয় দিবসে টিভিতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ছবিটির। তবে চ্যানেলের নামটি এখনই জানাতে চাননি সংশ্লিষ্ট ব্যক্তিরা। টিভিতে প্রচারের পর  প্রেক্ষাগৃহেও মুক্তি দেওয়া হবে।


মন্তব্য করুন