Select Page

‘বীর’ অনিশ্চিত, শুরু হচ্ছে ‘টাইগার’

‘বীর’ অনিশ্চিত, শুরু হচ্ছে ‘টাইগার’

# কাজী হায়াৎ অসুস্থ হয়ে পড়ায় মালেক আফসারীর সঙ্গে নতুন ছবি করছেন শাকিব
# মো. ইকবালের সঙ্গে প্রযোজনা করছেন শাকিব নিজেই
# এ সিনেমায়ও থাকছেন বুবলি। নতুন আরেকজন নায়িকার কথা শোনা যাচ্ছে
# শাকিব খানের চরিত্রটি হবে একজন কুরিয়ার বয়ের। যে কিনা একজন সাধারণ ছেলে থেকে ঘটনাচক্রে অসাধারণ হয়ে ওঠে

চলতি মাসে ৫০তম চলচ্চিত্র শুরু কথা ছিল বরেণ্য পরিচালক কাজী হায়াতের। প্রথমবার নায়ক হিসেবে পেয়েছিলেন শাকিব খানকে। কিন্তু চিকিৎসার জন্য আগামী মার্চ পর্যন্ত আমেরিকা থাকতে হতে পারে এই নির্মাতাকে। এখন ফেব্রুয়ারিতে আরেক নামি নির্মাতা মালেক আফসারীর নির্দেশনায় ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন এ নায়ক।

নিউ ইয়র্কের একটি হাসপাতালে ফেব্রুয়ারিতে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে কাজী হায়াতের। এ বিষয়ে প্রযোজক ইকবাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আপাতত শুটিং পিছিয়ে গেছে। আমরা চাই কাজী হায়াৎ সুস্থ হয়ে ফিরে আসুন। তারপরই ছবির শুটিং শুরু করবো। তবে আগামী ফেব্রুয়ারিতে আমরা অন্য একটি ছবির শুটিং করার কথা চিন্তা করছি। কিছু দিনের মধ্যে তা ঘোষণা দেবো।’

‘বীর’ ছবি অভিনয় করবেন শাকিব খান, শবনম বুবলী ও নবাগত সোহানি। গত ডিসেম্বরে তাদের নাম ঘোষণা করা হয়। এদিকে মালেক আফসারী শাকিবকে নিয়ে সবশেষ ‘ফুল অ্যান্ড ফাইনাল’ ছবিটি পরিচালনা করেন ২০১৩ সালে। তার সঙ্গে শাকিবের নতুন ছবির নাম আপাতত ‘টাইগার’।

মানবজমিনকে তিনি বলেন, অনেকদিন পর শাকিব খানকে নিয়ে আবার কাজ করতে যাচ্ছি। আসছে ফেব্রুয়ারির ১৫ তারিখে এ ছবির শুটিং শুরু করব। বান্দরবান, সুন্দরবন, চট্টগ্রাম, কক্সবাজারে টানা এ ছবির কাজ চলবে। ছবির সংলাপ লিখছেন আবদুল্লাহ জহির বাবু।

‘বীর’-এর মতো এ ছবিও শাকিব খান ও ইকবালের যৌথ প্রযোজনায় নির্মিতব্য। নির্মাতা জানান, শাকিব খানের চরিত্রটি হবে একজন কুরিয়ার বয়ের। যে কিনা একজন সাধারণ ছেলে থেকে ঘটনাচক্রে অসাধারণ হয়ে ওঠে।

বুবলী প্রধান নায়িকা হলেও আরও এক নায়িকা থাকছেন শাকিবের বিপরীতে। এজন্য নতুন মুখ খোঁজা হচ্ছে। নায়ক সম্রাট ও মিশা সওদাগরকেও চূড়ান্ত করা হয়েছে।

মালেক আফসারী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‍“শাকিব চান আন্তর্জাতিক বাজারের জন্য উন্নত মানের ছবি নির্মাণ করতে। এজন্য তিনি আমাকে বলেন, ‘মানি ইজ নো প্রোবলেম’, আমি শুধু বিশ্বমানের ছবি চাই। ছবির জন্য কোরিওগ্রাফার হিসেবে আনা হচ্ছে বলিউডের প্রখ্যাত ইয়াসিন জাফরকে। আর ফাইট ডিরেক্টর হিসেবে থাকছেন মাদ্রাজের রাজেশ খান্না। সংগীত পরিচালনা করবেন শওকত আলী ইমন। ক্যামেরাম্যান হলেন শাহীন। পোস্ট প্রোডাকশনের কাজ হবে ভারতে।”

ছবির শুটিং হবে বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, সুন্দরবন, চট্টগ্রাম ও ঢাকার কমলাপুর রেলস্টেশনে।

শাকিব খান অভিনীত শাহিন-সুমনের ‘একটু প্রেম দরকার’ ও শামীম আহমেদ রনীর ‘শাহেনশাহ’ ছবি দু’টি সামনে মুক্তি পাবে। এ দু’টি ছবিতে যথাক্রমে শাকিব খানের বিপরীতে বুবলী, নবাগত মৃদুলা এবং নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাতকে দর্শকরা দেখতে পাবেন।


মন্তব্য করুন