Select Page

বুকের মধ্যে আগুনের স্পিন-অফে বদলে গেল পরিচালক

বুকের মধ্যে আগুনের স্পিন-অফে বদলে গেল পরিচালক

প্রয়াত অভিনেতা সালমান শাহর মৃত্যুর ঘটনার আদলে তৈরি সিরিজ ‘বুকের মধ্যে আগুন’-এ অভিনয় করেছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। সালমানের ছায়াচরিত্র আরমানের চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। বিষয়টি নিয়ে সালমানের পরিবার আদালত পর্যন্ত গিয়েছিল।

এবার আসতে চলেছে স্পিন-অফ। এবার সিরিজটিতেও কেন্দ্রীয় চরিত্রে থাকছেন অপূর্ব। তিনি এএসপি গোলাম মামুন চরিত্রে অভিনয় করেছিলেন। এবারের সিরিজটির গল্প হবে গোলাম মামুনকে নিয়েই।

ভারতীয় প্লাটফর্ম হইচইয়ের জন্য ‘বুকের মধ্যে আগুন’ পরিচালনা করেছিলেন তানিম রহমান অংশু। এবার স্পিন-অফ নির্মাণে পরিচালক বদল ঘটছে। আসছেন শিহাব শাহীন।

তাই নামও রাখা হয়েছে ‘গোলাম মামুন’। কবে শুটিং শুরু, সে বিষয়ে শিহাব শাহীন বলেন, ‘প্লাটফর্ম থেকে কিছু বলতে নিষেধ করা হয়েছে। এই মুহূর্তে কিছুই জানাতে পারব না। অনুমতি পেলে সবাইকে জানাব।’

এরই মধ্যে সিরিজটির গল্প লেখার কাজ শেষ হয়েছে। অপূর্বর সঙ্গে এবারও আছেন ইয়াশ রোহান, আবু হুরায়রা তানভীর, তমা মির্জা, সুমি, তানিয়া আহমেদ, তৌকীর আহমেদ, তারিক আনাম খান প্রমুখ।

এর আগে ১৪ আগস্ট, মরীচিকা, সিন্ডিকেট ও মাইসেলস অ্যালন স্বপন সিরিজগুলো নির্মাণ করেন শিহাব শাহীন। খবর কালের কণ্ঠ।


মন্তব্য করুন