Select Page

কে ঠেকাবে বুলেট? (টিজার)

কে ঠেকাবে বুলেট? (টিজার)

বুলেটকে ঠেকানো দরকার। চাই বুলেটপ্রুফ কিছু। তা হলো বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। আর বুলেট চরিত্রে আছেন কলকাতার সোহম। এ জুটির প্রথম সিনেমা ‘ব্ল্যাক’র টিজার প্রকাশ হলো সোমবার।

৪০ সেকেন্ডের এ অফিসিয়াল টিজারের সিনেমার দু-একটি দৃশ্য স্থান পেয়েছে। বাকিটা সময় ছিল প্রযোজনা প্রতিষ্ঠান, পরিচালক— এ সবের নাম। যদি শোনা গিয়েছিল বাংলাদেশের লিপু কিবরিয়াও সিনেমাটির পরিচালক। বরাবরের মতো দেখে বোঝার উপায় নেই এটি যৌথ প্রযোজনার সিনেমা। বাংলাদেশের লগ্নিতে বানানো। সিনেমার ফার্স্টলুক পোস্টারের অবস্থাও ছিল একই। প্রশ্ন হলো, সিনেমায় বুলেটকে না হয় ঠেকানো গেল, কিন্তু বাংলাদেশে ভারতীয় সিনেমার এ আজব বুলেটের অনুপ্রবেশকে কিভাবে ঠেকানো যাবে?

টিজারে জানা গেল, এটি রোমান্টিক-এ্যাকশন ধাচেঁর সিনেমা। হতে যাচ্ছে মিমের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট সিনেমা। কালীপূজায় পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ‘ব্ল্যাক’। এর দুইদিন পর ১২ নভেম্বর বাংলাদেশে মুক্তি পাবে।

সাম্প্রতিক সময়ে দেখা গেছে ‘যৌথ প্রযোজনার সিনেমা’ কথাটি বাংলাদেশে বেশ জোরেশোরে প্রচার করা হয়। ধরা হয় এটি সিনেমা হিট করার মূল উপাদান। অন্যদিকে ভারতীয় পক্ষ তাদের দেশে বিষয়টি এড়িয়ে যায়। এর আগে অন্য সিনেমাগুলো নিয়ে তেমন বিতর্ক উঠেছে। সে তালিকায় এবার যুক্ত হল ‘ব্ল্যাক’। ভায়াকম এইটিন মোশন পিকচার্স ও দাগ ক্রিয়েটিভ মিডিয়া থাকছে সিনেমাটির পরিবেশনার দায়িত্বে। প্রযোজনায় কিবরিয়া ফিল্মস ও দাগ ক্রিয়েটিভ মিডিয়া।

 


মন্তব্য করুন