Select Page

বৃহন্নলা’য় ফেরদৌস

বৃহন্নলা’য় ফেরদৌস

521123ecf157a-Untitled-5চন্দ্রগ্রহনখ্যাত পরিচালক মুরাদ পারভেজ‘র নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ফেরদৌস। এই ছবির মাধ্যমে নয় বছর পর আবারো জুটি বাধবেন সোহানা সাবা‘র সাথে। তারা প্রথম কাজ করেছেন ‘আয়না’ ছবিতে।

মুরাদ পারভেজের ছবিটির নাম বৃহন্নলা। গত বছর সরকারের কাছ থেকে অনুদান পেয়েছে ছবিটি।

পরিচালক জানান, আগামী ৮ সেপ্টেম্বর ছবির শুটিং শুরু হবে সাবার দাদাবাড়িতে, রাজবাড়ীর মোহনপুর গ্রামে। ফেরদৌস ও সাবা শুটিংয়ে অংশ নেবেন ৯ সেপ্টেম্বর থেকে।

সুত্র: প্রথম আলো


মন্তব্য করুন