Select Page

‘বৃহন্নলা’ নির্মাতাকে তথ্য মন্ত্রণালয়ের শোকজ

‘বৃহন্নলা’ নির্মাতাকে তথ্য মন্ত্রণালয়ের শোকজ

brihonnola

গল্প চুরির বিতর্কে ‘বৃহন্নলা’ ছবির পরিচালক মুরাদ পারভেজকে শোকজ নোটিশ পাঠিয়েছে তথ্য মন্ত্রণালয়। ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চলচ্চিত্রটি শ্রেষ্ঠ ছবির পাশাপাশি সেরা সংলাপ রচয়িতা হিসেবেও নির্বাচিত হয়েছিলেন মুরাদ পারভেজ।

সৈয়দ মুস্তাফা সিরাজের গল্প ‘গাছটি বলেছিল’ অবলম্বনে ছবিটি নির্মিত হলেও নির্মাতা কাহিনীকার হিসেবে নিজের নামেই দেন।

মূলত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে না পেতেই এ ধরনের অভিযোগ ওঠে। এমনকি ভারতীয় মিডিয়াতেও এই চুরি নিয়ে লেখালেখি হয়। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সার্বিক) ও ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বরত মাহবুবুল আলম একাধিক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘চলচ্চিত্রটির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সে বিষয়টা জানতেই আমরা শোকজ নোটিশ পাঠিয়েছি। যদি কোনো ত্রুটি পাওয়া যায় তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’


মন্তব্য করুন