Select Page

বৈশাখে আসছে না ‘পোড়ামন ২’

বৈশাখে আসছে না ‘পোড়ামন ২’

সিয়াম আহমেদ ও পূজাকে নিয়ে রায়হান রাফি নির্মাণ করেছেন ‘পোড়ামন ২’। বৈশাখে মুক্তির কথা থাকলেও পিছিয়ে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

বেশ আগেই ১৩ এপ্রিল সিনেমাটি মুক্তির ঘোষণা দেন প্রযোজক। কিন্তু শেষতক পিছিয়ে গেল।

ইতোমধ্যে সিনেমাটির ৪টি পোস্টার প্রকাশ হয়েছে অনলাইনে। সেগুলো বেশ আলোচনাও তুলেছে। মাঝে একটি গান প্রকাশের ঘোষণা দিয়েও পিছিয়ে আসেন পরিচালক রাফি।

তখন জানান, নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণ করে গান প্রকাশ দুদিন পিছিয়েছেন। কিন্তু এক সপ্তাহ হয়ে গেলেও সেই গানের খবর নেই।

এছাড়া, ১৩ এপ্রিল মুক্তি পাচ্ছে আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ও ইফতেখার চৌধুরীর ‘বিজলি’। এ নিয়ে জোর গুঞ্জন চলছিল শেষ পর্যন্ত কোন ছবিটি পিছিয়ে যায়। ‘পোড়ামন ২’ পিছিয়ে গেলেও ‘বিজলি’র পরিবেশনায় আছে জাজ।

এদিকে ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্ল্যা মাইয়া’ ছবিটিও পয়লা বৈশাখে মুক্তির কথা ছিল। কিন্তু একই দিন নতুন দুটি ছবির বেশি মুক্তির নিয়ম না থাকার কারণে ৬ এপ্রিল এই ছবি একটি হলে মুক্তি দেওয়া হবে। পরে পুরোনো ছবি হিসেবে ১৩ এপ্রিল একাধিক হলে মুক্তির পরিকল্পনার কথা বলেছেন ছবির পরিচালক উত্তম আকাশ।

জাজের কর্ণধার আব্দুল আজিজ ‘পোড়ামন ২’ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘এই ছবি আন্তর্জাতিকভাবে মুক্তি দিতে চাই। এ কারণে এখনই মুক্তি দিচ্ছি না।’

এদিকে সাম্প্রতিক বছরগুলোকে ঈদুল ফিতরে দুই সিনেমা মুক্তি দিয়ে আসছে জাজ। এবার শাকিব খান নেই তাদের সিনেমায়। শুধু জিতের ছবি মুক্তি পাবে। ‘পোড়ামন ২’ শাকিবের স্থান দখল করে কি-না তা-ই এখন দেখার বিষয়।


মন্তব্য করুন