Select Page

ব্ল্যাক ওয়ার: জমজমাট ট্রেলারে বছর শুরু

ব্ল্যাক ওয়ার: জমজমাট ট্রেলারে বছর শুরু

গেল কয়েক বছরে ঢালিউডে খ্রিষ্টিয় নববর্ষে বড় কোনো সিনেমার দেখা পায়নি দর্শক। এবার ব্যতিক্রম ঘটাচ্ছে বহুল প্রতিক্ষীত ‘ব্ল্যাক ওয়ার’। আলোচিত ‘মিশন এক্সট্রিম’-এর দ্বিতীয় কিস্তিটি এক সপ্তাহ পিছিয়ে মুক্তি পাচ্ছে ১৩ জানুয়ারি।

গতকাল ১ জানুয়ারি প্রকাশ হয়েছে ‘ব্ল্যাক ওয়ার’-এর ট্রেলার। সেখানে জমজমাট অ্যাকশনের আভাস দিলেন পরিচালক জুটি সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘মিশন এক্সট্রিম’ প্রত্যাশিত সাফল্য পায়নি। দর্শকেরও ছিল মিশ্র প্রতিক্রিয়া। তবে শেষ কিস্তির ট্রেলার প্রকাশেই উল্লসিত তারা। কাহিনিতে নতুন বাঁক, নতুন মুখ ও লোকেশনে বৈচিত্র্য দেখা গেছে। আগে প্রকাশ হওয়া টিজারে শুভ অ্যাকশন অবতার পছন্দ করেছিল ভক্তরা। এবার আরেকটু ডিটেইলস রয়েছে। সব মিলিয়ে ‘ব্ল্যাক ওয়ার’ দিয়ে শুভ সূচনা হতে পারে।

এদিকে মুক্তির তারিখ পেছানো প্রসঙ্গে নির্মাণের সঙ্গে জড়িতরা জানান, মুক্তির আগে প্রচারণায় কিছুটা ঘাটতি থাকায় ‘ব্ল্যাক ওয়ার’ নির্ধারিত তারিখে মুক্তি পাচ্ছে না। সেই সঙ্গে টেকনিক্যাল কিছু জটিলতাও আছে। আর এসব কারণে কোনো রিস্ক না নিয়ে ১৩ জানুয়ারি মুক্তি চূড়ান্ত করা হয়েছে।

এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, ঐশী, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ প্রমুখ।


মন্তব্য করুন