Select Page

‘ব্ল্যাক’ পিছিয়ে দিল ‘এপার ওপার’

‘ব্ল্যাক’ পিছিয়ে দিল ‘এপার ওপার’

top_achol_bappi-1427025325

যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘ব্ল্যাক’ কলকাতায় মুক্তি পেয়েছে শুক্রবার। সেন্সর জটিলতায় বাংলাদেশে একইদিন মুক্তি পেতে পারেনি সিনেমাটি। সে বাঁধা পেরিয়ে ছাড়পত্র পেয়েছে ২৬ নভেম্বর। মুক্তি পেতে যাচ্ছে ৪ ডিসেম্বর।

ডিসেম্বরের প্রথম শুক্রবার মুক্তি পাওয়ার কথা ছিল দেলোওয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘এপার ওপার’। ‘ব্ল্যাক’র কারণে পিছিয়ে গেল সিনেমাটি।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ঝন্টু এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, “ব্ল্যাক’ চলচ্চিত্রটি আমরা সেন্সরে দেখেছি। চলচ্চিত্রটি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের লেখালিখির কারণে সেন্সরে আটকে দেয়া হয়েছিল। তবে এই চলচ্চিত্রে তেমন কোনো সমস্যা নেই বলে সেন্সর ছাড়পত্র দিয়েছে। আর এ জন্য আমার ‘এপার ওপার’ ছবিটি পরে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

অন্যদিকে ‘ব্ল্যাক’ পিছিয়ে যাওয়ায় ২৭ নভেম্বর মুক্তি পায় আশিকুর রহমানের ‘গ্যাংস্টার রিটার্নস’।


Leave a reply