Select Page

বড় তিন ছবি নিয়ে এগুচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া

বড় তিন ছবি নিয়ে এগুচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া

# ঢালিউডে একেবারেই কমে গেছে পেশাদার প্রযোজক ও প্রতিষ্ঠান
# এ সময় পর পর তিনটি সিনেমা নির্মাণ করল বেঙ্গল মাল্টিমিডিয়া। সাথে রয়েছে ভিন্নধর্মী ‘জন্মভূমি
# সবগুলোতেই পরিচালক, তারকা নির্বাচনে রয়েছে চমক। প্রথম সিনেমাটি মুক্তি পাবে ফেব্রুয়ারিতে

ঢালিউডে দিন দিন পেশাদার প্রযোজক ও প্রযোজনা প্রতিষ্ঠান কমছে। এর কারণ যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের পাল্টাতে না পারা ও সিনেমা কেন্দ্রিক রাজনীতি।

এক জাজ মাল্টিমিডিয়া ছাড়া হল কেন্দ্রিক সরব প্রতিষ্ঠান পাওয়া যায় না। চ্যানেল আই নিয়মিত প্রযোজনা করলেও তারা তাকিয়ে থাকে টিভি ব্রডকাস্টের দিকে। সে সময় গত বছর তিন সিনেমা নির্মাণ শুরু করে সাহসের পরিচয় দিয়েছে আরটিভি সংশ্লিষ্ট বেঙ্গল মাল্টিমিডিয়া।

নীরিক্ষাধর্মী নয়, বরং বাজারবান্ধব গল্প ও বড় তারকাদের নিয়ে এগিয়েছে প্রতিষ্ঠান।

এ ব্যানারে নির্মিত হচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’। অভিনয়ে তাহসান, তাসকিন রহমান, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও শিশুশিল্পী রাইসা। ইতোমধ্যে প্রকাশিত সিনেমাটির টিজার ও দুটো গান বেশ সাড়া পেয়েছে। এর মধ্যে ‌‘লক্ষ্মীসোনা’ গানটি নতুন বছরের প্রথম হিট গান।

প্রথম সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর পর আরো কয়েকটা সিনেমা বানিয়ে সুবিধা করতে না পারা দেবাশীষ বিশ্বাসও কাজ করছেন এ ব্যানারে। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ কমেডি ঘরানার এ গল্পে নির্মিত হচ্ছে। এরও চমক কাস্টিং- অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী।

আর সর্বশেষ সিনেমা হলো গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’। থ্রিলার গল্পে জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। তবে এখনো এ ছবির কোনো স্থিরচিত্র বা ভিডিও প্রকাশ হয়নি। টেলিভিশনের জনপ্রিয় এ পরিচালক সবকিছু গোপন রেখেছেন।

একমাত্র ‌‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ এর গান ছাড়া সব কিছুরই দৃশ্যায়ন শেষ। এর মধ্যে ‘যদি একদিন’ ফেব্রুয়ারিতে মুক্তি পেতে যাচ্ছে।

বেঙ্গলের তিন সিনেমার মধ্যে দুটিই উঠে এসেছে ‘২০১৯ সালের জন্য বিএমডিবি বাছাইকৃত ২০ ছবি’র তালিকায়।

এছাড়া বছরের শেষদিকে মুক্তি পেয়েছে এ প্রতিষ্ঠানের ব্যানারে রোহিঙ্গা সমস্যা নিয়ে সিনেমা ‘জন্মভূমি’। পরিচালনা করেছেন প্রসূন রহমান।

প্রতিষ্ঠানটির ব্যানারে ২০১৩ সালে মুক্তি পায় ‘এই তো ভালোবাসা‘ নামের সিনেমা। পরিচালনা করেন শাহীন কবির টুটুল।

সব মিলিয়ে মনে হয়, ঠিকঠাক গল্প-পরিচালক বাছাই ও বিপণন কৌশলে মনোযোগী হলো ঢালিউড একটি নিয়মিত প্রযোজনা প্রতিষ্ঠান পেতে যাচ্ছে।

বেঙ্গল মাল্টিমিডিয়া থাকুক বাংলা সিনেমার সাথে।


মন্তব্য করুন