Select Page

ভাঙা হচ্ছে ‘পর্বত’, মাল্টিপ্লেক্সের প্রতিশ্রুতি ডিপজলের

ভাঙা হচ্ছে ‘পর্বত’, মাল্টিপ্লেক্সের প্রতিশ্রুতি ডিপজলের

গত এক দশকে একাধিকবার নতুন প্রেক্ষাগৃহ নির্মাণের অঙ্গিকার করেছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ডিপজল। কিন্তু সেসব ঘোষণা বাস্তবায়ন তো দূরের কথা, এখন ভাঙা হচ্ছে তার মালিকাধীন গাবতলীর ‘পর্বত’ সিনেমা হল।

এক সময় রমরমা অবস্থায় থাকা ‘পর্বত’ দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল। অবশ্যই শেষ কয়েক বছর অশ্লীল সিনেমা প্রদর্শনের প্রেক্ষাগৃহটির পরিচিতি ছিল বেশি!

৬৪ জেলায় সিনেমার হল বানানোর ঘোষণা দেয়া ডিপজলের হল ভাঙার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ডিপজলের সমালোচনা করছেন অনেকে। তবে ডিপজল জানান, পর্বত সিনেমা হল ভেঙে মার্কেট তৈরি হলেও সেখানে সিনেমা হলও থাকবে। সেখানে তিনটি হল নিয়ে তৈরি হবে মাল্টিপ্লেক্স।

তিনি বলেন, ‘পর্বত সিনেমা হল ভেঙে ফেলার খবরটি সত্য। সেখানে মার্কেট করা হবে। মার্কেটের ওপরে তিনটি স্ক্রিন নিয়ে মাল্টিপ্লেক্স নির্মাণ করা হবে।’

এক সময় অশ্লীল সিনেমার অন্যতম পুরোধা হলেও পরবর্তীতে ভোলবদল করে ভিলেন থেকে নায়ক বনে যান ডিপজল। গত এক দশকে সিনেমায় তার উল্লেখযোগ্য কোনো কাজ নেই। এমনকি সর্বশেষ সিনেমাগুলো হাস্যরসের খোরাক হয়েছে। কিন্তু একশ্রেণীর সাংবাদিকের কলমে ডিপজল এখন ‘মুভিলর্ড’। এখন দেখার বিষয় মাল্টিপ্লেক্সের প্রতিশ্রুতি কীসে রূপ নেয়।


মন্তব্য করুন