Select Page

ভারতীয় চলচ্চিত্র মুক্তির প্রতিবাদে আন্দোলন

ভারতীয় চলচ্চিত্র মুক্তির প্রতিবাদে আন্দোলন

180940-wanted-hindi

শুক্রবার বাংলাদেশে বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে প্রভুদেবা পরিচালিত ও সালমান খান অভিনীত হিন্দি চলচ্চিত্র ‘ওয়ান্টেড’। এদিকে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। মঙ্গলবার দুপুর ১২টায় বিএফডিসিতে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমরা ভারতীয় চলচ্চিত্র মুক্তির প্রতিবাদে আন্দোলন করছি। আগামীকাল (মঙ্গলবার) এই বিষয় নিয়ে সংবাদ সম্মেলন হবে। সেখানেই পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।’

‘ওয়ান্টেড’ আমদানি করেছে ইনউইন এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি ২০১১ সাল থেকে বাংলাদেশে ভারতীয় ছবি প্রদর্শনের চেষ্টা করছে। সারাদেশের ৫০-৬০টি প্রেক্ষাগৃহে ‘ওয়ান্টেড’ মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে।


১ টি মন্তব্য

  1. let viewers take the decision. we people pay the ticket price, we have full right to decide whether we will watch hindi films or not. why this psychologically challenged insecure people is trying to make decisions about what movie we will watch! You fcking morons don’t hesitate to copy tamil-telegu films while making your films. you don’t have right to say- indian films will destroy our country.

মন্তব্য করুন