Select Page

ভারতীয় তারকা ও লগ্নিতে সয়লাব ঈদের ছবি

ভারতীয় তারকা ও লগ্নিতে সয়লাব ঈদের ছবি

ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির প্রস্তুতি নিচ্ছে আটটি ছবি— নবাব, বস টু, রাজনীতি, রংবাজ, অহংকার, পাষাণ, মনে রেখো ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের নাম ঠিক না হওয়া ছবি। হল সংখ্যা বিবেচনায় বোঝা যায় সব সিনেমা মুক্তি পাবে না। তবে এগিয়ে থাকবে ভারতীয় তারকা ও লগ্নি নির্ভর ছবিগুলো। চারদিকে তেমনই ইঙ্গিত।

ঈদের ছবি হিসেবে সবার আগে নাম ঘোষণা দিয়েছে ‘নবাব’। জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় শাকিব খানের বিপরীতে আছেন শুভশ্রী গাঙ্গুলি। পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি।

২০১৩ সালে কলকাতায় মুক্তি পাওয়া ‘বস’-এর সিক্যুয়াল ‘বস টু’ ঢাকাতেও মুক্তি পাচ্ছে। বাবা যাদব পরিচালিত ছবিটিতে আছেন জিৎ, নুসরাত ফারিয়া ও শুভশ্রী গাঙ্গুলি। প্রযোজনা করছে জাজ ও গ্রাসরুট এন্টারটেইনমেন্ট।

ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ঢাকা অফিস প্রযোজনা করছে ‘রংবাজ’। শামীম আহমেদ রনির পরিচালনায় অভিনয় করছেন শাকিব খান ও শবনম বুবলি।

সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’-এ অভিনয় করছেন কলকাতার ওম ও ঢাকার বিদ্যা সিনহা মিম। প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।

মাহির বিপরীতে ‘মনে রেখো’তে অভিনয় করেছেন কলকাতার বনি সেনগুপ্ত। পরিচালনায় আছেন ওয়াজেদ আলী সুমন। প্রযোজনা করছে হার্টবিট প্রোডাকশন।

কলকাতার প্রোডাকশন হিসেবে শ্রী ভেঙ্কটেশের নাম ঠিক না হওয়া একটি ছবি শেষ করেছেন শাকিব। রাজীব পরিচালিত ছবিটিতে তার বিপরীতে আছেন সায়ন্তিকা ও নুসরাত জাহান।

আরো আছে শাকিবের দুই ছবি— রাজনীতি ও অহংকার। প্রথমটিতে নায়িকা অপু বিশ্বাস, দ্বিতীয়টিতে শবনম বুবলি।

এছাড়া দেশীয় প্রযোজনায় ভারতীয় অভিনয়শিল্পীর পাশাপাশি যুক্ত আছেন সে দেশের টেকনিশিয়ানরা!


Leave a reply