Select Page

ভারতীয় সহকর্মীর আচরণে ক্ষুব্ধ মাহি

ভারতীয় সহকর্মীর আচরণে ক্ষুব্ধ মাহি

লন্ডনে চলছে মাহি অভিনীত ‘তুই শুধু আমার’ ছবির শুটিং। যৌথ প্রযোজনার এই ছবির পরিচালক বাংলাদেশের অনন্য মামুন ও ভারতের জয়দীপ মুখার্জি।

৩ জুন থেকে লন্ডনে শুটিং করছেন মাহি। ছবির ইউনিটে তাঁর ওপর ‘অবিচার’ চলছে বলে অভিযোগ করেছেন ‘অগ্নি’কন্যা। শুধু তাই নয়, ইউনিটের ভারতীয় অনেক সদস্যই নাকি বাংলাদেশকে ছোট করছেন, এমন দাবি করে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন মাহি।

এক পোস্টে মাহি লেখেন, ‘পারলে আমাকে ক্ষমা করে দিও, মা (বাংলাদেশ)। আমি এমন কিছু ভারতীয় (সবাই না, শুধুমাত্র গুটি কয়েক) দের সঙ্গে কাজ করছি, যারা কথায় কথায় তোমাকে ছোট করার হিম্মত দেখায়। কিন্তু বিশ্বাস করো, আমি এবং আমার মতো আরও কয়েকজন থাকতে তোমাকে ছোট করার ক্ষমতা কারও হবে না। কোনো দিন না। তুমি (বাংলাদেশ) আর “মা” থাকবে মাথার ওপরে। কারণ তোমরা দুজনেই আমার “মা”।’

এদিক মোবাইলে কালের কণ্ঠকে তিনি বলেন, ‘দুই সপ্তাহ ধরে অমানুষিক পরিশ্রম করছি। দিনে ১৮ ঘণ্টা শুটিং! তবু প্রযোজকের মন পাচ্ছি না। কথায় কথায় বলছেন, বাংলাদেশের ছবি মানসম্মত হয় না। এখানকার প্রযোজকরা সিনেমা বোঝেন না। দর্শকরাও বোকা। এই কথাগুলো আমি মানতে রাজি নই। আমার কাছে আমার দেশ বড়। আমি মাহি হয়েছি বাংলাদেশি ছবি করেই। আর আমার জনপ্রিয়তা দেখেই তো ভারতীয় এই প্রযোজক তার ছবিতে নিয়েছেন। ওদের বলেছি, আর কখনো আমার দেশকে ছোট করে কিছু বললে আইনের আশ্রয় নেব। পৃথিবীর কোথাও ১৮ ঘণ্টা পরিশ্রম করার নিয়ম নেই। আমি আইনের আশ্রয় নিলে নিশ্চয়ই তাঁদের ছবি আটকে যাবে।’

মাহির এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কথা হয় লন্ডনে অবস্থিত অনন্য মামুনের সঙ্গে। তিনি বলেন, ‘মাহি আবেগের বশে এমন অভিযোগ করেছেন। আমি নিজেও বাংলাদেশি। কোনো দিনও চাইব না আমার জন্মভূমি ছোট হোক। আশা করছি, মাহি তার ভুল বুঝবেন। ’

‘তুই শুধু আমার’-এ মাহির বিপরীতে অভিনয় করছেন টালিউডের সোহম ও ওম।


Leave a reply