Select Page

ভারতীয় সিনেমার চেয়ে ভালো করছে ‘হালদা’

ভারতীয় সিনেমার চেয়ে ভালো করছে ‘হালদা’

নাচ-গান বা অ্যাকশন ধাঁচের জনপ্রিয় ফর্মুলার সিনেমা না হয়েও ৮১টি হলে মুক্তি পেয়েছে তৌকীর আহমেদের ‘হালদা’। একে ধরা হচ্ছে সিনেমাটির প্রাথমিক সাফল্য। আর বাংলাদেশে মুক্তি পাওয়া হালের ভারতীয় সিনেমার বিপরীতে দারুণ অবস্থানে রয়েছে সিনেমাটি।

কিছুদিন আগে আমদানি করা ‘বলো দুগ্গা মাঈকী’ বক্স অফিসে একদমই জায়গা করে নিতে পারেনি। এরপর দেশিয় দুই তারকা ফেরদৌস ও বিদ্যা সিনহা মিম থাকা সত্ত্বেও প্রসেনজিৎ অভিনীত ‘ইয়েতি অভিযান’ হালে একদমই পানি পাইনি। উল্টো তিনদিনের মাথায় নেমে গেছে অনেক হল থেকে।

‘হালদা’ আর্ট হাউস ঘরানার হয়েও এখনো ঝরে পড়েনি কোনো হল থেকে। অন্তত তেমন খবর আসেনি। অন্যদিকে শহরের বড় হলগুলোতে দর্শক উৎসাহ নিয়ে দেখছেন। কোথাও কোথাও শুক্রবার-শনিবার কিছু প্রদর্শনী হাউসফুল গেছে।

ধারণা করা হচ্ছে ৬৫ লক্ষ টাকা বাজেটের সিনেমাটি দেশিয় বাজার থেকে সহজেই ২০-৩০ লক্ষ টাকা তুলে নিতে পারবে। এছাড়া রয়েছে স্পন্সর ও টেলিভিশন সত্ত্ব।

বিদেশের বাজারে সাম্প্রতিক সময়ে ভালো ব্যবসা করছে ঢাকাই সিনেমা। ‘হালদা’ও ষোলটির মতো মার্কেটে মুক্তি পাবে। ‘ঢাকা অ্যাটাক’-এর মতো ঝড় না তুললেও দেশের বাইরে মাধ্যম মানের ব্যবসা করবে তা সহজে বলা যায়। সব মিলিয়ে দারুণ অবস্থানে আছে ‘হালদা’। আর একটু অন্য ধরনের ছবির জন্য উদাহরণ হয়ে থাকলো। সিনেমা নিয়ে নতুন করে ভাবার দিশা দিল নির্মাতাদের।


মন্তব্য করুন