ভারতীয় সিনেমায় পেছালো ‘মিসড কল’
সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ মুক্তির কথা ছিল ৩০ ডিসেম্বর। কিন্তু একাধিক গণমাধ্যমকে নির্মাতা জানান, পূর্ব নির্ধারিত সময়ে সিনেমাটি মুক্তি পাচ্ছে না।
সাফি বলেন, ‘সাময়িক কারণে আমরা ছবিটি মুক্তি দিচ্ছি না। নতুন তারিখ জানুয়ারি মাসে জানানো হবে।’
তবে শোনা যাচ্ছে, ভারতীয় সিনেমা ‘অভিমান’ মুক্তি পাচ্ছে ওই দিন। তাই পিছিয়ে গেছে বাপ্পী চৌধুরী ও মুগ্ধতা অভিনীত ‘মিসড কল’।
বছরের অন্যতম দর্শক-নন্দিত ছবি ‘বাদশা দ্য ডন’র তারকা জিতের ছবিটি নিয়ে প্রদর্শকদের আগে থেকে আগ্রহ ছিল। রাজ চক্রবর্তী পরিচালিত ছবিটি ঈদুল আযহায় মুক্তি পায় কলকাতায়। তারপর থেকেই ছবিটি আমদানির তোড়জোর চলছে।
এর আগে দেশের অনেকগুলো চলচ্চিত্র সংগঠন ভারতীয় ছবি আমদানির বিরোধিতা করেছিল। সংগঠনগুলো বছরশেষে নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কোন ধরনের প্রতিরোধ ছাড়াই ‘অভিমান’ মুক্তি পাচ্ছে।