Select Page

ভারতে মুক্তি পেল ‘বৈষম্য’

ভারতে মুক্তি পেল ‘বৈষম্য’

Boishommo (1)প্রথমবারের মত বাংলাদেশী কোন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাণিজ্যিকভাবে বড় পর্দায় মুক্তি দিয়েছে ভারত। ছবিটির নাম “বৈষম্য“। পরিচালনা করেছেন অ্যাডাম দৌলা। ৭ই নভেম্বর, শুক্রবার পূর্ণদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি ভারতের মুম্বাইয়ের রত্নগিরি এলাকার “আনন্দ চিত্র মন্দির” প্রেক্ষাগৃহে প্রদর্শন শুরু হয়। 

ভারতের সাথে চলচ্চিত্র বিনিময়ে চুক্তির ভিত্তিতে এই ছবিটি ভারতে প্রদর্শিত হচ্ছে। বিনিময়ে ভারতের চলচ্চিত্র ‘রোর – দ্য টাইগার্স অব সুন্দরবন’ বাংলাদেশের বসুন্ধরা সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে।

এই বিষয়ে পরিচালক অ্যাডাম দৌলা অনুভুতি জানাতে গিয়ে বলেন, ‘”বৈষম্য” ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, এটি নিঃসন্দেহে একটি আনন্দের সংবাদ। কারন, দীর্ঘদিন ধরে ভারতে বাংলাদেশের ছবি মুক্তি দেয়া নিয়ে নানাচেষ্টা চললেও তা এতদিন সম্ভব হয়নি। এবার তার দ্বার উন্মোচন হলো।”

অ্যাডাম দৌলা পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বৈষম্য’ বাংলাদেশে মুক্তি পায় ২১ মার্চ তারিখে। সমাজের দুই শ্রেণীর দুই শিশুকে ঘিরে আবর্তিত হয়েছে এ সিনেমার গল্প।

উচ্ছাস প্রকাশ করে পরিচালক বলেন, ‘সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটি কোন যৌথ প্রযোজনার ছবি নয়। এর আগে ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তির জন্য যত ছবি পাঠানো হয়েছে প্রতিটি ছবির বিরুদ্ধে ভারতীয় সেন্সর বোর্ড অভিযোগ করেছে প্রতিটি ছবি তাদের কোন না কোন ছবির নকল। কিন্তু এবার “বৈষম্য”র বিষয়ে তারা সেটা বলতে পারেনি। বাংলাদেশের একটি ছবি ভারতীয় সেন্সর বোর্ড কর্তৃক অনুমোদন পেয়ে ভারতের প্রেক্ষাগৃহে প্রদর্শন হচ্ছে একটি সত্যি খুবই গর্বের বিষয়। এটি শুধু আমার একার নয় বাংলাদেশের সবার গর্ব।”


মন্তব্য করুন