Select Page

ভালোবাসা দিবসে কার ছবি?

ভালোবাসা দিবসে কার ছবি?

ভালোবাসা দিবসের বেশিদিন দেরি নাই। বেশ আগে থেকেই দিনটি নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনা চলছে। কার সিনেমা মুক্তি পাচ্ছে সেদিন? ইতোমধ্যে উঠে এসেছে শাকিব খানের ‘সত্তা’, আরিফিন শুভর ‘প্রেমী ও প্রেমী’ ও বাপ্পীর ‘আপন মানুষ’র নাম।

এর মধ্যে শুভর সিনেমাটির তারিখ বেশ আগেই ঘোষিত হয়। অন্য দুটি নিয়ে হালকা-পাতলা আলোচনা ছিল শুধু।

বাংলাদেশ প্রযোজক ও পরিবেশক সমিতির বরাত দিয়ে ঢালিউড টোয়েন্টিফোর জানাচ্ছে, প্রতিযোগিতায় থাকছেন না শাকিব।

ভালোবাসা দিবসকে সামনে রেখে ১০ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’ ও শাহ আলম মন্ডল পরিচালিত ‘আপন মানুষ’। প্রথম সিনেমাটিতে শুভর বিপরীতে আছেন ফারিয়া, দ্বিতীয়টিতে বাপ্পীর নায়িকা পরী মনি।

ইতিপূর্বে একাধিকবার সিনেমা নিয়ে মুখোমুখি হয়েছেন শুভ ও বাপ্পী। এর আগে ২০১৫ সালের পহেলা বৈশাখে দুই তারার দুর্দান্ত যুদ্ধ হয়েছিলো।

শাকিবের সিনেমা না থাকায় খানিকটা এগিয়ে থাকলেন শুভ। তার সিনেমাটি প্রযোজনায় আছে জাজ মাল্টিমিডিয়া। রাজুর সিনেমাটির লোকেশন ও গল্প ইতোমধ্যে আলোচনা তুলেছে। অন্যদিকে এখনো ‘আপন মানুষ’ প্রচারণাতেই আসেনি!


মন্তব্য করুন