Select Page

ভালোই যাচ্ছে ‌‘সুলতানা বিবিয়ানা’

ভালোই যাচ্ছে ‌‘সুলতানা বিবিয়ানা’

‘এই সপ্তাহে যে কটি বাংলা সিনেমা আমাদের এখানে চলছে, এর মধ্যে সুলতানা বিবিয়ানাতে দর্শক বেশি। ছুটির দুই দিন বেশ ভালো চলেছে। হয়তো আয়নাবাজির মতো অত দর্শক নেই, কিন্তু বেশ ভালো।’ কথাগুলো বলছিলেন রাজধানীর স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেজবাহ উদ্দিন।

তিনি বলেন, “শুক্রবার সিনেমাটি মুক্তির পর থেকে আজ রবিবার পর্যন্ত সিনেমার টিকেটে বিক্রির পরিমাণ ভালোই হচ্ছে। মাত্র তিনদিন হলো সিনেমাটি মুক্তি পেয়েছে। তবে এই সিনেমার ক্ষেত্রে সবচেয়ে লক্ষণীয় দিক হচ্ছে, সিনেমা চলাকালীন সময়ে এখনও পর্যন্ত কোনো দর্শককে বিরতির আগে কিংবা পরে সিনেমা অর্ধেক দেখে চলে যেতে আমরা দেখিনি। বহুদিন পরে এমন একটি সিনেমা পেলাম যে সিনেমাটি দর্শকরা দেখছেন। এর অর্থ সিনেমার গল্প দর্শককে ধরে রাখতে সক্ষম হয়েছে, যা একটি সিনেমার জন্য শুভলক্ষণ। আমাদের প্রত্যাশা সিনেমাটি আস্তে আস্তে আরো বেশি দর্শক টানতে সক্ষম হবে।”

বেশ কিছুদিন পর একটি ‘ভালো’ ছবি মুক্তি পেয়েছে—এমন মন্তব্য ঢাকার অনেক প্রেক্ষাগৃহের ব্যবস্থাপকের। সিনেমার এই মন্দা সময়ে ‘মন্দের ভালো’ ব্যবসা করছে হিমেল আশরাফের সিনেমাটি।

এই সিনেমা ঘিরে ঢাকাই সিনেমার গল্পে বহুদিন পরে নতুনত্বের বিষয়টি ফুটে উঠেছে। এমনটাই মনে করছেন রাজধানীর মধুমিতা প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক রেজাউল করিম।

তিনি বলেন, “সাধারণত গল্পে নায়ক-নায়িকার করুণ পরিণতি যদিও দর্শকরা কম পছন্দ করে কিন্তু তারপরেও সিনেমাটি প্রেক্ষাগৃহে ভালোই দর্শক টানতে সক্ষম হয়েছে। বাপ্পীর তো একটা ভক্তশ্রেণি ইতমধ্যে তৈরি হয়েছে। অনেকদিন পরে আচঁলের সিনেমা মুক্তি পেলো। সবকিছু মিলিয়ে বিভিন্ন কারণে প্রেক্ষাগৃহে সিনেমাটি দর্শক টেনেছে।”

সনি প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক সামাদ  বলেন, “মুক্তির পর থেকেই শনিবার রাত পর্যন্ত টিকেটের বিক্রির রিপোর্ট ভালোই। শুক্র ও শনিবার বিকেল ও রাতের শো হাউসফুল গিয়েছে। দর্শকরা নকল গল্প দেখতে দেখতে এখন বিরক্ত। এই সিনেমাটা প্রেমের করুণ কাহিনি নির্ভর হলেও কেউ এটাকে নকল গল্পের সিনেমা বলতে পারেনি।”

‘আমাদের গল্পে আমাদের সিনেমা’ স্লোগান নিয়ে মুক্তি পেয়েছে এই ছবি। এর গল্প ও সংলাপ লিখেছেন সমুদ্রে নিখোঁজ হওয়া চিত্রনাট্যকার ফারুক হোসেন। শুটিং হয়েছে যশোরের ফুলক্ষেতে এবং রাজবাড়ীর পদ্মার পাড়ে। অভিনয় করেছেন বাপ্পী, আঁচল, অমিত হাসান, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ প্রমুখ।

সূত্র : প্রথম আলো ও বিডিনিউজ টোয়েন্টিফোর


মন্তব্য করুন