Select Page

ভালোবাসার চেয়ে বেশি কিছু (ট্রেলার)

ভালোবাসার চেয়ে বেশি কিছু (ট্রেলার)


‘পোড়ামন ২’ প্রেমের সিনেমা। এই কথা সবারই জানেন। আর সিনেমাটির ট্যাগ লাইন ‘মোর দেন লাভ’। অর্থাৎ, ভালোবাসার চেয়ে বেশি কিছু।

ভালোবাসার চেয়ে বেশি কিছু বললে কি ভালোবাসায় কমতি পড়ে? না, বরং ভালোবাসা আরো বাড়ে।

সদ্য প্রকাশিত ট্রেলারে দেখা গেল ভালোবাসার পথে কত কত কাঁটা থাকে। সেই কাঁটার আঘাত সহ্য করেই সফল হতে হয়। আর ভালোবাসার সফলতাকে মাপবেন কী দিয়ে? বিরহের মতো দুঃখগাঁথাও ভালোবাসার সফলতার সূচক হতে পারে। তবে কে হারাবে ভালোবাসাকে।

‘পোড়ামন ২’ সুজন ও পরীর ভালোবাসার গল্প। যাদের পথে কাঁটা হয়ে আসে সমাজ-সংসার। তেমন ইঙ্গিত দিল সোয়া দুই মিনিটের চমৎকার একটি ট্রেলার। যা জানিয়ে দিল, পরিপূর্ণ প্রেমের সিনেমা পেতে যাচ্ছেন দর্শক।

‘পোড়ামন ২’ এর প্রধান দুটি চরিত্রে আছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। পরিচালনা করেছেন রায়হান রাফি। আরো অভিনয় করেছেন আনোয়ারা, বাপ্পারাজ, ফজলুর রহমান, বাবু, নাদের চৌধুরী, রেবেকা, সাঈদ বাবুসহ অনেকে। প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।

এর আগে একাধিক ব্যতিক্রমী পোস্টার, টিজার ও তিনটি গানে ভালোই সাড়া পায় ‘পোড়ামন ২’। এবার এলো চূড়ান্ত পরীক্ষার সময়।

ঈদুল ফিতরে অর্ধ শতাধিক প্রেক্ষাগৃহে দেশজুড়ে মুক্তি পাবে ‘পোড়ামন ২’।

https://www.youtube.com/watch?v=E2cKB8gUAwU&feature=youtu.be


মন্তব্য করুন