ভালোবাসা দিবসে ‘দাগ’
২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে মুক্তি পাবে চলচ্চিত্র ‘দাগ’। এতে জুটি বেঁধে অভিনয় করছেন নায়ক বাপ্পী ও বিদ্যাসিনহা মিম। ছবিটি পরিচালনা করছেন তারেক শিকদার। ২৫ নভেম্বর থেকে সিলেটের শ্রীমঙ্গলে শুরু হবে ছবির শেষ পর্যায়ের শুটিং। খবর এনটিভি অনলাইন।
পরিচালক তারেক শিকদার বলেন, ‘আমরা এরই মধ্যে শুটিং প্রায় শেষ করেছি। আগামী ২৫ তারিখ থেকে শেষ পর্যায়ের শুটিং শুরু করব। সিলেটের শ্রীমঙ্গলে আমরা ছবির শুটিং করব। অংশ নেবেন বাপ্পী ও মিম।’
‘শ্রীমঙ্গলে আমরা একটি গানের শুটিং করব’ জানিয়ে বলেন, ‘এ ছাড়া চারটা সিক্যুয়েন্সের শুটিং বাকি রয়েছে, সেগুলোও সিলেটেই করব। এর আগে কক্সবাজারসহ দেশের অন্য লোকেশনে বাকি গানের শুটিং শেষ করেছি। এখানে টানা পাঁচদিন শুটিং করলেই আমাদের কাজটি শেষ হয়ে যাবে।’
মুক্তির বিষয়ে তারেক শিকদার বলেন, “এই ছবির গল্পটা একেবারেই প্রেমের একটি ছবি। বর্তমান সময় মাথায় নিয়ে আমি ছবিটি নির্মাণ করছি। যে কারণে আগামী ভালোবাসা দিবসে আমরা ছবিটি মুক্তির জন্য প্রস্তুত করছি। ভালোবাসা দিবসে বাপ্পী-মিমের ‘দাগ’, দর্শক হৃদয়ে দাগ কাটবে বলে আমি মনে করি। ছবিতে তাঁরা অনেক ভালো অভিনয় করেছেন। এর আগে আমি তাঁদের কয়েকটি ছবি দেখেছি। তাঁদের দুজনের বোঝাপড়াটা অনেক ভালো, যা দর্শক পর্দায় উপভোগ করবেন।”
তারেক শিকদার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘দাগ’। ত্রিভুজ প্রেমের এই ছবিতে বাপ্পী-মিম ছাড়া আরো আছেন নায়িক আঁচল।