Select Page

ভালোবাসা দিবসে পিছিয়ে যাচ্ছে ‘ভালো থেকো’!

ভালোবাসা দিবসে পিছিয়ে যাচ্ছে ‘ভালো থেকো’!

শোনা গিয়েছিল, ২২ ডিসেম্বর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভ ও তানহা তাসনিয়া অভিনীত ও জাকির হোসেন রাজু পরিচালিত রোমান্টিক চলচ্চিত্র ‘ভালো থেকো’। কিন্তু এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা।

ইতোমধ্যে ঢালিউড ও সোশ্যাল মিডিয়ায় চাউর হয়েছে— সিনেমাটির মুক্তি পিছিয়েছে। প্রেক্ষাগৃহে আসবে আগামী ভালোবাসা দিবসের কাছে-পিটে কোনো একটা তারিখে। অবশ্য এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণায় আসেনি প্রযোজনা সংস্থা দি অভি কথাচিত্র।

তবে পূর্ব নির্ধারিত তারিখের এক মাসের কম সময় থাকলেও সিনেমাটির গান বা টিজার মুক্তি না পাওয়া— পিছিয়ে যাওয়াকেই নির্দেশ করছে।

ডিসেম্বর একাধিক আলোচিত সিনেমা মুক্তি পাচ্ছে। ‘ভালো থেকো’র আগের সপ্তাহে মুক্তি পাচ্ছে মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’। সে হিসেব করলেও রোমান্টিক সিনেমাটি পিছিয়ে যাওয়ায় যুক্তিযুক্ত। নইলে পুরনো সিনেমার সঙ্গে প্রেক্ষাগৃহ ভাগাভাগি করতে হবে।


মন্তব্য করুন