Select Page

ভালোবাসা দিবসে ‘ভালোবাসবোই তো’

ভালোবাসা দিবসে ‘ভালোবাসবোই তো’

valobasboi to

বেলাল আহমেদ পরিচালিত শেষ ছবি ‘ভালোবাসবোই তো’ মুক্তি পাচ্ছে ভালোবাসা দিবসে। অসম বয়সী নর-নারীর প্রেম নিয়ে নির্মিত সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মৌসুমীনিলয়

ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তি পাবে রাজধানীর যমুনা ব্লববাস্টার সিনেমাসে। পাশাপাশি দুপুর ২টার সংবাদের পর চ্যানেল আইয়ে হবে টেলিভিশন প্রিমিয়ার।

পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ ‘নয়নের আলো’ ও ‘নন্দিত নরক’খ্যাত বেলাল আহমেদের। শুটিংয়ে শেষ পর্যায়ে তিনি মারা যান। পরে চিত্রগ্রাহক জেড এইচ মিন্টুর সহযোগিতায় বাকি শুটিং শেষ করেন মৌসুমী।


মন্তব্য করুন