![ডিসেম্বরে মুক্তি পাচ্ছে ৯-৬ বছর আগের দুনিয়া ও ডেঞ্জার জোন](https://i0.wp.com/bmdb.co/wp-content/uploads/2024/12/duniya_dangar_zone_bmdb_image.jpg?resize=150%2C150&ssl=1)
ভালোবাসা দিবসে রাজনৈতিক ছবি
অনেক ফাঁকা আওয়াজ শোনা গেলেও ভালোবাসা দিবসে প্রেমের নয় রাজনৈতিক ছবিই মুক্তি পাচ্ছে। শাকিব খান ভক্তদের জন্য সুখবর, ১৪ ফেব্রুয়ারি প্রথমবারের মতো কাজী হায়াতের নির্মাণে এই নায়কের ছবি ‘বীর’ মুক্তি পাচ্ছে।
বুধবার সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এরপর শাকিব প্রথম আলোকে বলেন, ‘এই ভালোবাসা দিবসেই “বীর” নিয়ে আমরা আসছি।’
মানে ১৪ ফেব্রুয়ারি দেশের বেশির ভাগ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব খান ও বুবলী অভিনীত ‘বীর’।
কাজী হায়াৎ পরিচালিত ৫০তম ছবি ‘বীর’। শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে তৈরি হয়েছে ২ ঘণ্টা ২২ মিনিটের ছবিটি।
শাকিব খান আরও বলেন, ‘একটি ছবি তৈরির পর প্রথমেই সেন্সর বোর্ডের সদস্যরা দেখেন। তাঁরা ছবিটি দেখার পর যে মতামত দিয়েছেন, তা আমাকে আনন্দিত করেছে। দর্শকের পাশাপাশি তাঁরা সমালোচকের দৃষ্টিতে ছবিটি দেখেছেন। তাঁরা ছবিটির গল্প, নির্মাণশৈলী, অভিনয়, গান, লোকেশনসহ সবকিছুর ভূয়সী প্রশংসা করেছেন। মনে হয়েছে, “বীর” নিয়ে আমাদের পরিশ্রম কিছুটা সার্থক হয়েছে। বাকিটা প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকেরাই বলবেন। আমি আমার দর্শকের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি।’
শুটিং শেষ হওয়ার আগেই গেল বছরের ১২ ডিসেম্বর ‘বীর’-এর ফার্স্ট লুক প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ফার্স্ট লুক প্রকাশের পরপরই প্রশংসিত হন শাকিব খান।
ছবিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শবনম পারভীন, নাদিম, জাদু আজাদ, শিবা শানু, দুলারী প্রমুখ।