Select Page

‘ভালো থেকো’র ট্রেলার কোথায়?

‘ভালো থেকো’র ট্রেলার কোথায়?

বছরের প্রথম আলোচিত সিনেমা ‘ভালো থেকো’। মুক্তি পেতে আর তিনদিন বাকি। ইতোমধ্যে তিনটি গান প্রকাশ হয়ে ভালোই সাড়া পেয়েছে। অবাক কাণ্ড হলো— প্রকাশ হয়নি ট্রেলার বা টিজার।

‘ভালো থেকো’ পরিচালনা করেছেন নামি নির্দেশক জাকির হোসেন রাজু। অভিনয় করেছেন হালের অন্যতম নায়ক আরিফিন শুভ, সাথে আছেন তানহা তাসনিয়া ও আসিফ ইমরোজ।

ইতোমধ্যে যতদূর জানা গেছে, অনেকদিন পর বড় পরিসরে সোশ্যাল ড্রামা হিসেবে মুক্তি পেতে যাচ্ছে ‘ভালো থেকো’। এর কাহিনিতে রয়েছে ‘আইডেন্টিটি আইসিস’ নিয়ে টানাপোড়েন। হালের বাণিজ্যিক সিনেমা এতটা থিমেটিক হয় না সাধারণত। সে দিক থেকে অবশ্যই ভালো ব্যতিক্রম ও আশা জাগানিয়ার।

পরিচালক হিসেবে রাজুর সুনাম কম নয়। দীর্ঘ সময় ধরে নির্মাণ করছেন একের পর এক সফল সিনেমা। অশ্লীলতার সময়েও নিজেকে টিকিয়ে রেখেছেন ভালো সিনেমার সঙ্গে। তার সঙ্গে আছে আরিফিন শুভ। যিনি দিনে দিনে বাংলা ইন্ডাস্ট্রিতে ঝলসে উঠছেন। সর্বশেষ ‘ঢাকা অ্যাটাক’ তাকে নিয়ে গেছে অন্যরকম উচ্চতায়। হাতে আছে দারুণ কিছু অফার। আর ‘ভালো থেকো’র মাধ্যমে তৃতীয়বারের মতো জোড় বেঁধেছেন রাজু ও শুভ।

প্রযোজনা প্রতিষ্ঠান দি অভি কথাচিত্রের এতসব আয়োজন সত্ত্বেও প্রচারণায় দারুণ খামতি রয়ে গেল যেন। শুভ-তানহাকে নিয়মিতই নানা অনুষ্ঠানে প্রচারণায় দেখা যাচ্ছে— অথচ মুক্তিই পেল না টিজার বা ট্রেলার।

এটা ভাবনার বটে। কারণ, টিজার বা ট্রেলার একটা সিনেমার দর্শক টানতে যতটা সাহায্য করে অন্য কিছু তা পারে না। নাকি এটি প্রযোজনার ইউনিক কোনো কারসাজি?


মন্তব্য করুন