Select Page

ভাষা আন্দোলনের সিনেমা বলেই ৫২ হলে ‘ফাগুন হাওয়ায়’, দেখুন তালিকা

ভাষা আন্দোলনের সিনেমা বলেই ৫২ হলে ‘ফাগুন হাওয়ায়’, দেখুন তালিকা

ফাগুন হাওয়ায় চাইলেই ১০০ হলে মুক্তি দেওয়া যেত। ছবি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ। কিন্তু বেশি নয়, ভাষা আন্দোলনের ছবি তাই ৫২ হলে দিয়ে মুক্তি দিয়ে যাত্রা শুরু করছি। আশা করছি, সপ্তাহ বাড়ার সঙ্গে সঙ্গে হল বাড়বে।– বললেন সিনেমাটির পরিবেশক জাহিদ হাসান অভি।

শুক্রবার  দেশের ৫২ সিনেমা হলে মুক্তি পাচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’। ছবিটি পরিবেশনা করছে অভি কথাচিত্র।

টিটু রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মাণের পাশাপাশি ছবিটির সংলাপ ও চিত্রনাট্যও রচনা করেছেন তৌকীর আহমেদ। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম।

আরো আছেন সাজু খাদেম, রওনক হাসান, ফজলুর রহমান বাবু, আফরোজা বানু, শহীদুল আলম সাচ্চু ও আবুল হায়াত। বলিউডের ‘লগন’খ্যাত অভিনেতা যশপাল শর্মাকে এ ছবিতে দেখা যাবে পাকিস্তানি পুলিশ কর্মকর্তার চরিত্রে।

প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম সূত্রে জানা যায়, বঙ্গভবনে শুক্রবার বিকেলে ছবিটির প্রদর্শনী উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।


মন্তব্য করুন