Select Page

ভিডিও গেমের নায়ক সালমান শাহ, দেখুন টিজার …

ভিডিও গেমের নায়ক সালমান শাহ, দেখুন টিজার …

সিনেমা আর নাটকে নায়ক হিসেবে সালমান শাহর পুরোনো ভিডিও অনেক তো দেখেছেন। এবার প্রয়াত অভিনেতাকে পাওয়া যাবে ভিডিও গেমের মূল চরিত্র হিসেবে।

তাকে প্রধান চরিত্র করে এনাইহিলেশন সিরিজের ভিডিও গেম তৈরি করছে বাংলাদেশের দুই তরুণ গেমার-প্রোগ্রামার শাদমান সিয়ান ও সিয়াম হাসান উদয়।

তাদের গড়ে তোলা প্রতিষ্ঠান ক্রাইসিস এন্টারটেইনমেন্ট এই গেমটি শিগগিরই প্রকাশের ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

৫ জানুয়ারি গেমটির ছোট্ট একটি ক্লিপ প্রকাশ করার পর ভাইরাল হয়ে যায়।

ভিডিও গেমটিতে শুধু বাংলাদেশের নায়ক সালমান শাহ-ই থাকছে না। এর পুরো ম্যাপ, ব্যাকগ্রাউন্ড, চরিত্রগুলো হুবহু বাংলাদেশের আদলেই তৈরি হচ্ছে।

প্রকাশিত টিজারে দেখা যায় যাচ্ছে, সালমান শাহ একজন ফাইটারের ভূমিকায় আসছেন। যেখানে তার একটি হাত আসল হলেও অন্যটি যান্ত্রিক! তবে তার চুলের স্টাইল, গলার লকেট, পরনের পোশাক, চোখের গ্লাস, হাঁটার ধরন ফিরিয়ে নেবে নব্বই দশকের সুপারস্টারের স্মৃতিতে।

এ আগে ইফতেখার চৌধুরীর সুপারহিরোইন ছবি ‘বিজলি’ মুক্তির অপেক্ষা একটি মোবাইল গেম ছাড়া হয়। তবে প্রযুক্তিগতভাবে বেশ পিছিয়ে ছিল গেমটি।

https://www.youtube.com/watch?v=Q_PSVsbWYgg&feature=emb_title

 

 


মন্তব্য করুন