Select Page

ভিন্ন মেজাজের গানে ‘অপারেশন সুন্দরবন’, দেখুন …

ভিন্ন মেজাজের গানে ‘অপারেশন সুন্দরবন’, দেখুন …

দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ দর্শকদের কাছে অতিপ্রতীক্ষিত সিনেমাগুলোর অন্যতম। ধারণা করা হচ্ছে, ‘পরাণ’ ও ‘হাওয়া’ প্রেক্ষাগৃহে সে সুদিন ফিরিয়ে এনেছে তা অব্যাহত রাখবে এ ছবি।

কিছুদিন আগে অ্যাকশনের আভাস দিয়ে টানটান উত্তেজনাময় ট্রেলার নিয়ে হাজির হয়েছিল ‘অপারেশন সুন্দরবন’। এবার একটু ভিন্ন মেজাজে ধরা দিলো ‘এ মন ভিজে যায়’ শিরোনামের গান।

শনিবার প্রকাশিত গানটি শুনলেই মন উদাস হয়ে যায়। সেভাবে দেখাগুলো চরিত্রগুলোকে। সিনেমাটির বিশেষ কিছু পরিস্থিতি ফুটে উঠেছে বাপ্পা মজুমদারের গায়কিতে।

গোধূলি শর্মার কথায় গানটির সংগীত পরিচালক অম্লান চক্রবর্তী। সংগীত আয়োজন করেছে বব এসএন ও ইমন চক্রবর্তী।

রিয়াজ, সিয়াম আহমেদ, তাসকিন রহমান, রোশান, নুসরাত ফারিয়া ও দর্শনা বণিকসহ একঝাঁক পরিচিত তারকার ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর।


Leave a reply