Select Page

ভিসা জটিলতার মাঝেও বাঁধনের হাতে ভারতীয় দুই ছবি

ভিসা জটিলতার মাঝেও বাঁধনের হাতে ভারতীয় দুই ছবি

বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক হয়ে সম্প্রতি যোগ দিতে পারেননি আজমেরী হক বাঁধন। কারণ ভিসা মেলেনি। এবার জানালে তার হাতে দুটি ভারতীয় সিনেমা রয়েছে। আশা করছেন শিগগিরই ভিসা জটিলতার অবসান হবে।

এ বিষয়ে বাঁধন কালের কণ্ঠকে বলেন, ‘উৎসবটি ২৯ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত হয়েছে। শেষ দিন পর্যন্ত আয়োজকরা আমার জন্য বিমানের টিকিট এবং হোটেল বুকিং রেখেছিল। কিন্তু ভিসা না হওয়ায় যেতে পারলাম না। আশা করছি খুব শিগগির সব ঠিক হয়ে যাবে। কারণ ভারতের আরো দুটি ছবি হাতে আছে—একটি হিন্দি, আরেকটি বাংলা ছবির শুটিং শুরু হবে কিছুদিনের মধ্যে। এ জন্য আবার ভিসার আবেদন করব। তখন নিশ্চয়ই ভিসা পাব এবং এবার কেন পাইনি সেটাও জানতে পারব।’

অবশ্য অন্য একটি গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘খুফিয়া’ সিনেমায় অভিনয়ের পর আর ভারতের ভিসা পাননি বাঁধন। কয়েকবার আবেদন করেও ব্যর্থ তিনি।

এদিকে ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলেও পিছিয়ে গিয়ে ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ‘এষা মার্ডার: কর্মফল’। এরই মধ্যে প্রকাশিত টিজারও প্রশংসিত হচ্ছে। পিছিয়ে যাওয়া প্রসঙ্গে শুটিং বাকি কথা জানান অভিনেত্রী।

কালের কণ্ঠকে বাঁধন বলেন, ‘আমাদের দুই-তিন দিনের শুটিং বাকি আছে। তা ছাড়া তড়িঘড়ি করে একটা ভালো ছবি নষ্ট করার মানে হয় না। কোরবানির ঈদ মানে হাতে অন্তত তিন মাস সময় আছে। এই সময়টায় খুব সুন্দরভাবে পোস্ট প্রডাকশনের কাজ গুছিয়ে নেওয়া যাবে। পরিচালক সানী সানোয়ার ভাইয়ের সিদ্ধান্তটা আমার ভালো লেগেছে।’

সম্প্রতি টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে দেখা গেছে আপনাকে। নিশ্চয় নতুন কিছু করছেন? এ প্রশ্নে দারুণ একটি খবর দিলেন বাঁধন। তিনি বলেন, ‘আরেকটা ছবির শুটিং করছি। এর মধ্যে বেশির ভাগ অংশের শুটিং শেষ হয়েছে। বাকিটুকু ঈদের পর পর শেষ হবে। ছবিটি সম্পর্কে এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়। ঈদের পর শুটিং শেষ হলে সবাইকে জানাবেন নির্মাতা।’


মন্তব্য করুন