Select Page

ভুল স্বীকার করলেন মাহি

ভুল স্বীকার করলেন মাহি

mahiya-mahi_bd-0163458_0

মাস খানেক আগে ফেসবুকে স্ট্যাটাসে চলচ্চিত্র ছেড়ে দেয়ার কথা লিখেছিলেন মাহিয়া মাহি। তিনি জানান, আর চলচ্চিত্রে অভিনয় করবেন না। অগ্নি-২ সিনেমার কাজ শেষ করেই চলচ্চিত্র থেকে একবারে বিদায় নেবেন। এ নিয়ে বেশ হৈচৈ হলেও মাস পেরোতেই নিজের কথা থেকে পিছিয়ে এলেন। স্বীকার করলেন ভুল।

মাহি এখন ইফতেখার চৌধুরীর অগ্নি-২-এর শুটিং করছেন থাইল্যান্ডে। এরপর ভারতের এসকে মুভিজ ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় ‘পুলিশগিরি’তে অভিনয় করবেন তিনি। মোবাইলে প্রথম আলোকে মাহি বললেন, ‘অভিনয় ছাড়ছি না। অগ্নি-২ শেষ করে পুলিশগিরিতে কাজ করব। জাজ মাল্টিমিডিয়ার কথামতো কাজ করছি। তারাই আমাকে ছবিটিতে চূড়ান্ত করেছে।’

চলচ্চিত্র ছাড়ার স্ট্যাটাস সম্পর্কে বলেন, ‘ওই সময় বিশেষ কিছু কারণে মনটা খারাপ ছিল। হুট করেই অভিনয় ছাড়ার স্ট্যাটাস দিয়েছিলাম। এটা আমার ভুল ছিল।’

এ দিকে মে মাস থেকে ‘পুলিশগিরি’র শুটিং শুরু হবে।


মন্তব্য করুন