Select Page

ভেঙ্কটেশ-শাকিবেব প্রথম ছবির শুটিং শুরু

ভেঙ্কটেশ-শাকিবেব প্রথম ছবির শুটিং শুরু

কয়েক বছর ধরে ঈদের ছবির প্রধান তারকা শাকিব খান। গত কয়েক বছরে ব্যবসা সফলতার দিক দিয়েও এগিয়ে তার ছবি। এবার কয়েকটি দেশি ছবিতে থাকলেও যৌথ প্রযোজনার নতুন সিনেমার জন্য সাইনিং মানি ফেরত দিয়ে বিতর্কিতও হয়েছেন তিনি।

ঈদুল ফিতরে শাকিব অভিনীত তিনটি ছবি মুক্তির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জয়দ্বীপ মুখার্জির ‘নবাব’ ও বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ রয়েছে। অন্যদিকে ১৪ মার্চ সন্ধ্যায় ভারতে নতুন ছবির উদ্দেশ্যে রওনা করেছেন। যার অন্যতম প্রযোজক শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।

সেখান থেকেই শাকিব মুঠোফোনে মানবজমিনকে বলেন, ‘ঈদের ছবি মানেই দর্শকদের নিকট স্পেশাল কিছু। আমিও দর্শকদের জন্য ভিন্ন স্বাদের ছবিতে কাজ করার চেষ্টা করেছি এবার। এরইমধ্যে দুটি ছবির কাজ শেষ করেছি। আরো একটি সুন্দর রোমান্টিক-অ্যাকশন ছবির কাজ শুরু করেছি। এটিও ঈদে মুক্তি পাবে। ছবিতে এবারই প্রথম আমার বিপরীতে কাজ করছেন কলকাতার অভিনেত্রী সায়ন্তিকা ও নুসরাত। ভারতে টানা ১৫ দিন কাজ শেষ করে এ ছবির শুটিং হবে ইতালি ও সুইজারল্যান্ডে।’

ছবিটির প্রযোজক হিসেবে আরো আছে বাংলাদেশের আরাধনা এন্টারপ্রাইজ।  পরিচালনা করছেন রাজীব বিশ্বাস।

এদিকে আসছে পহেলা বৈশাখ উপলক্ষে ৭ এপ্রিল শাকিব খান ও ভারতের অভিনেত্রী পাওলি দাম অভিনীত ‘সত্তা’ ছবিটি মুক্তি পাবে। পরের সপ্তাহে মুক্তি পেতে পারে শবনম বুবলির বিপরীতে করা ‘অহংকার’।


Leave a reply