Select Page

মজনু শাহ বা শরীয়তুল্লাহর মতো চরিত্র পেলে আবার বড়পর্দায় আসবেন আসিফ আকবর

মজনু শাহ বা শরীয়তুল্লাহর মতো চরিত্র পেলে আবার বড়পর্দায় আসবেন আসিফ আকবর

 

পরিচালক সাদাত হোসাইন ও নায়িকা তানজিকা আমিনের সঙ্গে আসিফ

নায়ক হিসেবে বড়পর্দায় অভিষেক হতে চলেছে গায়ক আসিফ আকবরের। তার অভিনীত পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’ ২০ ডিসেম্বর মুক্তি পাবে।

রাজধানীর ঢাকা ক্লাবে বুধবার সন্ধ্যায় ছবির তারকাদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই ঘোষণা দেওয়া হয়। এ দিনে গায়ক থেকে নায়ক হওয়া প্রসঙ্গে কথা বলেন আসিফ।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোলের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক। দেশীয় চলচ্চিত্রের সংকটাপন্ন সময়ে ‘গহীনের গান’ ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিশ্বাস করেন তিনি।

এর পরপরই মঞ্চে আসেন ছবিটির নির্মাতা সাদাত হোসাইন। এ সময়ের জনপ্রিয় লেখক সাদাতের প্রথম ছবি এটি। ব্যতিক্রমী সিনেমাটি ঘিরে তার স্বপ্নের কথা ফুটে উঠেছে তার বক্তব্যে। তিনি বলেন, “বাংলাঢোলের আন্তরিক উদ্যোগে ছবিটি তৈরি হয়েছে।”

আসিফ আকবরসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

এই সময় সাদাতকে ‘অনুভূতিপ্রবণ’ বলে উল্লেখ করেন অভিনেতারা। পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্যও রচনা করেছেন সম্প্রতি হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত এই লেখক। পরে প্রশ্নোত্তরে বর্ণনা করেন চিত্রনাট্য লেখা কতটা কঠিন ছিল।

এ দিকে অভিনয়ে নিয়মিত হবেন কি না জানতে চাইলে আসিফ বলেন, “ঐতিহাসিক গল্প নিয়ে কোনো সিনেমা হলে তাতে অভিনয় করতে পারি। যেমন মজনু শাহ, হাজী শরীয়তুল্লাহ নিয়ে সিনেমা হলে অভিনয় করতে পারি।”

বিনোদনে অসামান্য অবদান রাখায় ও সংগীতে দুই দশকপূর্তি উপলক্ষে জনপ্রিয় আসিফ আকবরকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা। তার ৩০টি একক অ্যালবামের প্রচ্ছদ দিয়ে তৈরি ‘ভালোবাসা অবিরাম’ শীর্ষক ফটোফ্রেম তুলে দেওয়া হয় হাতে। এ সময় আসিফ সবাইকে হলে গিয়ে ‘গহীনের গান’ উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।

এই আয়োজনে ছবিটির শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট। অনুষ্ঠানে দেখানো হয় ছবিটির ট্রেলার ও একাধিক গান। আরও উপস্থিত ছিলেন ‘গহীনের গান’-এর অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমাম, তমা মির্জা, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ, তুলনা আল হারুন, গীতিকার তরুণ মুন্সী, সংগীত পরিচালক পার্থ মজুমদার, পল্লব সান্যাল, রেজাউল করিম লিমন প্রমুখ।

অতিথিদের মধ্যে ছিলেন সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী, নকীব খান, তপন চৌধুরী, জানে আলম, ডলি সায়ন্তনী, ফয়সাল সিদ্দিকী বগি, তানভীর মোরশেদ, আহমেদ হ‌ুমায়ূন, এফডিসির কারিগরি ও প্রকৌশল বিভাগের পরিচালক কে এম আইয়ুব আলী, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী, শহীদ মাহমুদ জঙ্গী, দেলোয়ার আরজুদা শরফ, আহমেদ রিজভী, নির্মাতা প্রসূণ রহমান, হাসিবুর রেজা কল্লোল, সাকিব রায়হান, মাহিন আওলাদ, এমআইবির নেতা আরিফুর রহমান, মাহজারুল ইসলাম, আনোয়ার হোসেন, শাহেদ আলী পাপ্পু, কচি আহমেদ, পাক্ষিক অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম, বাংলাঢোল লিমিটেডের ডিরেক্টর রফিকুল আলম রিমন, ইবি সলুশন্স লিমিটেডের সিওও খালেদুর রহমান দেওয়ান প্রমুখ।

 


মন্তব্য করুন