Select Page

মঞ্চে নিয়মিত গাইবেন শাকিব খান

মঞ্চে নিয়মিত গাইবেন শাকিব খান

গত বছর থেকে মঞ্চে নিয়মিত পারফর্ম করছেন শাকিব খান। শুধু দেশে নয়, কলকাতা ও আসামের একধিক অনুষ্ঠানে নেচেছেন তিনি। সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে নাচ নয়, সঙ্গে গানও করবেন।

হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? হেসে উত্তর দিলেন শাকিব। বললেন, ‘বেশ কয়েকটি অনুষ্ঠানে দর্শকদের অনুরোধে গান গেয়েছিলাম। সেগুলো আবার ইউটিউবে প্রকাশ পেয়েছে। গানগুলো শুনে সবাই খুশি। অনুরোধ করছেন এখন থেকে নিয়মিত গাইতে। তাই এই সিদ্ধান্ত। ’

শাকিব এর আগে মালেক আফসারীর ‘মনের জ্বালা’ ও সাফি উদ্দীন সাফির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ ছবিতে প্লেব্যাক করেছিলেন।

আবার কবে প্লেব্যাকে পাওয়া যাবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হতে পারে পরের ছবিতেই! আমি গান গাওয়ার জন্য প্রস্তুত। এখন কথা ও সুর পছন্দ হলে রাজি হব। ’

সূত্র : কালের কণ্ঠ


মন্তব্য করুন