Select Page

‘মনের মানুষ’ খুবই বাজে সিনেমা: অঞ্জন দত্ত

‘মনের মানুষ’ খুবই বাজে সিনেমা: অঞ্জন দত্ত

রোববার শেষ হওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমা অব দ্য ওয়ার্ল্ড সেকশনে সেরা দর্শক জনপ্রিয় বিভাগে পুরস্কার পেয়েছে অঞ্জন দত্ত পরিচালিত ভারতীয় চলচ্চিত্র ‘ফাইনালি ভালোবাসা’। সে উপলক্ষে প্রথম আলোকে সাক্ষাৎকার দেন কলকাতার বহুগুণের অধিকারী এই ব্যক্তিত্ব।

সেখানে ঢাকা-কলকাতার যৌথ বিনিয়োগে নির্মিত গৌতম ঘোষ পরিচালিত ‘মনের মানুষ’কে বাজে সিনেমা বলেন অঞ্জন।

যৌথ সিনেমা প্রসঙ্গে বলেন, ‍“হয়েছে ‘মনের মানুষ’। যেটা খুবই বাজে একটি সিনেমা। লালনের ওপর বই পড়ে আমার মনে হয়েছে, ‘মনের মানুষ’ সিনেমা নিয়ে উনি (গৌতম ঘোষ) যে কাজ করেছেন, সেটা কিছুই হয়নি। ‘মনের মানুষ’ একটা কমার্শিয়াল ছবি।”

বাংলাদেশের তরুণ নির্মাতাদের জন্য বলেন, “কমার্শিয়াল হয়ে যেয়ো না। স্রেফ টাকার জন্য সিনেমা বানিয়ো না। ভালো ছবিকে প্রোমোট করতে হবে। ভালো গল্প দর্শকদের সামনে নিয়ে আসতে হবে। ভালো ছবির জন্য কথা বলে যেতে হবে।”

বাংলাদেশের অভিনেতাদের নিয়ে কি সিনেমা বানানোর ইচ্ছে আছে?- এমন প্রশ্নে অঞ্জন বললেন, “কথা হয়েছে, কিন্তু সেভাবে হয়ে উঠছে না। এ জন্য দুদিকের লোকেদেরই এগিয়ে আসতে হবে। আমি চেয়েছি এখানে এসে পুরোটাই শুটিং করতে। তখন প্রশ্ন আসবে, আমার গভর্নমেন্ট কী পাচ্ছে? সেদিক থেকে তারা বাজেট কমিয়ে দিচ্ছে। এখানকার ওপর তখন চাপ পড়ছে। তখন আবার প্রশ্ন উঠবে, এখানকার ফিল্ম মেকাররা কেন ফিল্ম করবে না। সবাইকে আগ্রহ নিয়ে এগিয়ে এলে কাজ করব।”

জানান বাংলাদেশের সিনেমা দেখা হয় তার। তানভীর মোকাম্মেলের ছবি, তারেক মাসুদের ‘মাটির ময়না’ ও মোস্তফা সরয়ার ফারুকীর শেষ সিনেমা বাদে সব কটিই দেখেছেন। বলেন, “ফারুকীর ‘টেলিভিশন’ আমার অত্যন্ত প্রিয় ছবি।”


মন্তব্য করুন