Select Page

‘মন তোকে ছাড়া বুঝে না’ (ভিডিও)

‘মন তোকে ছাড়া বুঝে না’ (ভিডিও)

bossgiri-song-shakib-bubly

ঢালিউডে গুজব ওঠেছে নতুন সিনেমায় শবনম বুবলি ছাড়া কিছুই বুঝছেন না শাকিব খান। তখনই প্রকাশ হলো ‘বসগিরি’ সিনেমার প্রথম ভিডিও গান ‘মন তোকে ছাড়া’।

শাকিব-বুবলির প্রথম সিনেমার প্রথম গানটি প্রকাশ হয় রোববার রাতে। প্রকাশের ১২ ঘণ্টার মধ্যে ৫৪ হাজারবারের মতো দেখা হয়েছে। যা সাম্প্রতিক আলোচিত সিনেমাগুলোর তুলনায় খানিকটা কমই।

‘মন তোকে ছাড়া’র কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সঙ্গীতের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন আকাশ। টুবানের ক্যামেরায় নৃত্য নির্দেশক ছিলেন আদিল শেখ। গানটির দৃশ্যায়ন হয়েছে থাইল্যান্ডের চমৎকার লোকেশনে।

ফ্রেশ জুটি হিসেবে শাকিব-বুবলিকে ভালো লাগলেও গানের সঙ্গে মিলিয়ে তাদের প্রত্যাশা মতো অভিব্যক্তিতে পাওয়া যায়নি। তাদের নজর ছিল পরিপাটি আউটলুকে, অনেকটা যান্ত্রিক মনে হয়েছে। গানের কালার কারেকশন নিয়ে ইউটিউবে অনেকেই অভিযোগ করেছেন।

‘বসগিরি’ পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। আরো অভিনয় করেছেন অমিত হাসান, রজতাভ দত্ত ও মাজনুন মিজান। মুক্তি পাবে ঈদুল আজহায়।


মন্তব্য করুন