Select Page

‘মন দিওয়ানা’য় মন কাড়ল (ভিডিও)

‘মন দিওয়ানা’য় মন কাড়ল (ভিডিও)

কয়েকদিনের ব্যবধানে প্রকাশ হয়েছে ‘ভালো থেকো’ সিনেমার দুই গান— বিয়ে ও হিল। গান দুটি শ্রোতারা পছন্দ করলেও বুঝতে পারছিলেন কী যেন নেই! সে শূন্যতা পূরণ হলো এবার।

বুধবার সন্ধ্যায় প্রকাশ হলো সিনেমাটির তৃতীয় গান ‘মন দিওয়ানা’। আর এক লহমায় মন কেড়ে নিল নতুন ট্র্যাকটি।

‘ভালো থেকো’র নির্বাহী প্রযোজনা জাহিদ হাসান অভিই লিখেছেন গানটি। ভারতের স্যাভির সুর-সংগীতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের ‘কোটিপতি’ গায়ক ইমরান ও ভারতের গোপিকা।

নেপালের মনোরম লোকেশনে ‘মন দিওয়ানা’র দৃশ্যায়ন হয়েছে। কোরিওগ্রাফি করেছেন আরিফ রোহান।

গান-দুই তারকার কেমেস্ট্রি-লোকেশন মিলে দারুণ জমেছে ‘মন দিওয়ানা’।

‘ভালো থেকো’ পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। মুক্তি পাবে ২ ফেব্রুয়ারি।


মন্তব্য করুন