Select Page

মরণোত্তর সম্মাননায় সালমান শাহ

মরণোত্তর সম্মাননায় সালমান শাহ

salman_shah

এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) আয়োজিত ‘এজাহিকাফ পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০১৬’-এ মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে।

বিএফডিসিতে এক অনুষ্ঠানে রোববার সন্ধ্যায় এই পদক তুলে দেওয়া হয় সালমান শাহর মা নীলা চৌধুরীর হাতে। এছাড়া মরণোত্তর সম্মাননা দেওয়া হয় নায়ক মান্নাকে।

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পারফরমেন্স এ্যাওয়ার্ড ২০১৬ প্রদান করা হয় চলচ্চিত্র, সঙ্গীত, মিডিয়া ও সামাজিকসহ বিভিন্ন ক্যাটাগরিতে। পুরস্কার পেয়েছেন চিত্রনায়ক জায়েদ খান, চিত্রনায়িকা পপি, কন্ঠশিল্পী ইমন খান, বেলাল খান, সহ অনেকেই। অ্যাওয়ার্ড পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশের চলচ্চিত্রে নব্বইয়ের দশকের অন্যতম শ্রেষ্ঠ ও সুদর্শন নায়কের নাম সালমান শাহ। মাত্র চার বছরের চলচ্চিত্র জীবন তার। সোহানুর রহমান সোহানের হাত ধরে কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রজগতে পদার্পন করেন সালমান শাহ। প্রথম ছবিতেই জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয় নি তাকে। একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়ে গেছেন। তাকে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়ক হিসেবে বিবেচনা করা হয়।


মন্তব্য করুন