Select Page

এ শুধু আয়নার দিন (ফার্স্টলুক)

এ শুধু আয়নার দিন (ফার্স্টলুক)

শারাফাত করিম আয়না। কে এই আয়না? মহরতের দিন থেকেই আগ্রহীদের কাছে এটা রহস্য। ফার্স্টলুকেও তা হয়ে থাকল।

aynabaji

নাটক ও বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজার প্রথম সিনেমা ‘আয়নাবাজি’র ফার্স্টলুক প্রকাশ হলো সোমবার (১৮ জানুয়ারি)। ১ মিনিটের চেয়ে সামান্য বেশি দৈর্ঘ্যের ভিডিওটি দেখতে দেখতে ফুরিয়ে যায়। প্রশ্ন রয়ে যায় কে এই আয়না?

ভিডিওতে দেখানো ফুটেজে আয়নার বিভিন্ন মুহূর্ত উঠে এসেছে। অনেকটা নেতিবাচক অর্থ। যে কোনো চরিত্রে অভিনয়ের অদ্ভুত ক্ষমতা আছে আয়নার। অন্যের হয়ে তা-ই করেন। একসময় এ রূপান্তরটা চোখে পড়ে। তখন নিজের উপর থাকে আয়নার কর্তৃত্ব। ঢাকা শহরের প্রেক্ষাপটে সিনেমাটির বহুমাত্রিক এ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তার বিপরীতে আছেন নাবিলা। তাকে দেখা গেছে দুটি দৃশ্য— নির্বাক, আহত। ওই দুটি দৃশ্য ফার্স্টলুকের জন্য চমৎকারভাবে নির্বাচিত। যেখানে তাকে ভারাক্রান্ত পর্যবেক্ষক মনে হয়। যে আয়নার রূপান্তর গভীর থেকে দেখতে পায়। এ ছাড়া সম্পাদনা ও সঙ্গীতায়োজনে দারুণ সম্বন্বয় দেখা গেছে ডার্ক থিমের ফার্স্টলুকে।

নিঃসন্দেহে বছরের প্রথমদিকেই চমৎকার কিছুর আভাস দিলেন অমিতাভ। এবার অপেক্ষার পালা। ‘আয়নাবাজি’ মুক্তি পাবে শিগগির।

তিন মাস ধরে এই চলচ্চিত্রটি পুরান ঢাকা, পল্টন, কোক স্টুডিও, জজ কোর্ট’সহ ঢাকার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ হয়। ২৮ আগস্ট মধ্যরাতে চলচ্চিত্রটির পেকআপ করেন নির্মাতা অমিতাভ রেজা।

‘আয়নাবাজি’তে আরও অভিনয় করছেন ইফফাত তৃষা, পার্থ বড়ুয়া, গাউসুল আলম শাওন, এজাজ বারী, হীরা চৌধুরী ও সোহেল।


মন্তব্য করুন