Select Page

মুক্তিযুদ্ধের সিনেমায় পরমব্রত

মুক্তিযুদ্ধের সিনেমায় পরমব্রত

aporna-porombrotoজাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অপর্ণা ঘোষের বিপরীতে অভিনয় করতে আবার ঢাকায় এলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ছবির নাম ‘ভূবন মাঝি’। সরকারি অনুদানের সিনেমাটির কাহিনী মুক্তিযুদ্ধ নির্ভর। মঙ্গলবার সন্ধ্যায় ‘ভূবন মাঝি’র মহরত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নাছরিন আহমেদ (শিক্ষা)। আরো উপস্থিত ছিলেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, হাসান আরীফ ও ভারতীয় কলাকুশলীরা।

‘ভূবন মাঝি’ পরিচালনা করছেন ফখরুল আরেফিন খান। গড়াই ও রিফ্লেক্ট মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর প্রযোজনায় এ ছবিতে নাহির সাঁই চরিত্রে অভিনয় করবেন পরমব্রত। আর ফরিদা চরিত্রে অপর্ণা ঘোষকে দেখবেন দর্শক।

মহরত নির্মাতা জানান, এটি সরকারি অনুদানের ছবি। ফেব্রুয়ারির শুরুতে কুষ্টিয়ার শিলাইদহে চলচ্চিত্রটির দৃশ্যধারণ শুরু হবে। মুক্তিযুদ্ধভিত্তিক গল্প এটি। পুরো গল্প ঘিরেই রয়েছে প্রেম ও ভালবাসা। ফেব্রুয়ারিতে শুরু হবে ‘ভূবন মাঝি’র শুটিং।

পরমব্রত এর আগে অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’ ছবিতে অভিনয় করেছেন। তার বিপরীতে আছেন ভাবনা। সিনেমাটি শিগগিরই সেন্সরে জমা পড়বে। মানব জমিন অবলম্বনে।


মন্তব্য করুন