Select Page

মরণোত্তর সম্মাননা পাচ্ছেন চাষী নজরুল

মরণোত্তর সম্মাননা পাচ্ছেন চাষী নজরুল


মরণোত্তর সম্মাননা পাচ্ছেন প্রয়াত চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম। বাংলাদেশের চলচ্চিত্রের ৬০ বছর পূর্তি উপলক্ষে শনিবার বিকালে বিএফডিসির ৭নং ফ্লোরে এক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে চাষী নজরুল ইসলামকে মরণোত্তর এই সম্মাননা দেয়া হবে।

চাষী নজরুল ইসলামের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করবেন তার স্ত্রী জোসনা কাজী। অনুষ্ঠানটির আয়োজক লাল সবুজের দল (ব্যান্ড)। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি থাকবেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান, চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম খসরু প্রমুখ। অনুষ্ঠান উদ্বোধক হিসেবে থাকবেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি।


মন্তব্য করুন