Select Page

মরিয়া জায়েদ, নিপুণের শপথের পর আদালত থেকে স্থগিতাদেশ

মরিয়া জায়েদ, নিপুণের শপথের পর আদালত থেকে স্থগিতাদেশ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তার শপথ নেওয়ার একদিনের মাথায় জায়েদ খানের আবেদনে নিপুণের পদে স্থগিতাদেশ দিয়েছে আদালত।

গত রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শপথ গ্রহণ করেন কাঞ্চন ও নিপুণ। প্রথমে ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করান প্রাক্তন সভাপতি মিশা সওদাগর। এরপর অন্যান্য পদে বিজয়ীদের শপথ পাঠ করান সভাপতি কাঞ্চন।

এ দিন মিশার উপস্থিতি ছিল নির্বাচনের নানা ঘটনার মধ্যে সবচেয়ে বড় চমক।

শপথগ্রহণ অনুষ্ঠান শেষে সমিতির কার্যালয়ে কাঞ্চন-নিপুণকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন মিশা সওদাগর। এরপর তারা নির্ধারিত আসন গ্রহণ করেন এবং হাস্যোজ্বল মুখে ক্যামেরাবন্দি হন।

সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দুই তারকাকে অভিনন্দন আর শুভেচ্ছায় ভাসাতে থাকেন নেটিজেনরা। শিল্পী সমিতির অনেক তারকাও তাদের অভিনন্দন জানান। বাদ যাননি ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক ও সাবেক সাধারণ সম্পাদক শাকিব খানও।

কাঞ্চন-নিপুণদের শুভেচ্ছা জানিয়ে শাকিব লেখেন, ‘অভিনন্দন, চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিতদের। আশা করি, নবনির্বাচিত সভাপতি – সাধারণ সম্পাদকসহ বাকি সবাই মিলে চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থে সঠিকভাবে কাজ করবেন।’

এর আগে ভোট কেনার অভিযোগ প্রমাণিত হওয়ায় এর আগে গত ৫ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চিত্রনায়িকা নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করেছিল আপিল বোর্ড।

এ দিকে শপথের দিন গড়াতেই বাংলাদেশ শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করার নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এক সপ্তাহের মধ্যে মামলার বিবাদীদের এর জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদ খান বলেন, ‌‘হাইকোর্টের আ‌দে‌শ আমার পক্ষে এসেছে। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটারদের ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক। মহামান্য হাইকোর্টও আমার পক্ষে আদেশ দিলেন।’

আদালতে জায়েদ খানের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম ও আইনজীবী নাহিদ সুলতানা যুথি।

আহসানুল করিম বলেন, ‘নিপুণ আক্তারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আপিল বোর্ডকে গত ২ ফেব্রুয়ারি সমাজসেবা অধিদফতরের দেওয়া চিঠির কার্যকারিতা এবং জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিজয়ী ঘোষণা করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।’

তিনি আরও জানান, একই সঙ্গে সমাজসেবা অধিদফতরের চিঠি এবং আপিল বোর্ডের সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। এছাড়া জায়েদ খানের দায়িত্ব পালনে কোনও বাধা না দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।


মন্তব্য করুন