Select Page

মহুয়া সুন্দরীর গান (অডিও)

২০১৩-১৪ অর্থবছরে তথ্য মন্ত্রণালয় থেকে সরকারি অনুদান পাওয়া সিনেমা মহুয়া সুন্দরীর শ্যুটিং শেষ হয়েছে সম্প্রতি। রওশন আরা নিপা‘র পরিচালনায় ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন কোন ছবি মুক্তির আলোচনায় থাকা নায়িকা পরীমণি। তার বিপরীতে অভিনয় করেছে সুমিত। সম্প্রতি ছবিটির গান ইউটিউবে মুক্ত করা হয়েছে।

ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রে পরীমণি যাত্রাশিল্পী ছবি চরিত্রে অভিনয় করেছেন যে যাত্রাপালায় মহুয়া সুন্দরীর ভূমিকায় অভিনয় করতে গিয়ে নিজেকে মহুয়া ভাবতে শুরু করে। ইমন সাহা ও অমিত চট্টোপাধ্যায়ের সুরে গান লিখেছেন জুয়েল মাহমুদ। বাংলা মুভি ডেটাবেজ (বিএমডিবি)র পাঠকদের জন্য গানগুলো এখানে উপস্থাপন করা হল।

তোমারে ছাড়িতে বন্ধু

আমার পরান বান্ধা

নয়া বাড়ী

জল ভর সুন্দরী

ইতরপনা কার্য আমার

ফুলেরও আসন

 


মন্তব্য করুন