Select Page

মাছরাঙায় ‘খোঁজ দ্য সার্চ’

মাছরাঙায় ‘খোঁজ দ্য সার্চ’

65674_bor অনন্তবর্ষা অভিনীত প্রথম চলচ্চিত্র ‘খোঁজ দ্য সার্চ’-র  টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে সামনের ঈদে। ঈদের চতুর্থ দিন সকাল ৯টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ছবিটি।

ইফতেখার চৌধুরী পরিচালিত এবং মনসুন ফিল্মস প্রযোজিত-পরিবেশিত ছবিটি মুক্তি পেয়েছিল ২০১০ সালের ১৬ই এপ্রিল। একই বছরের জুন মাসে ইংল্যান্ড, ইতালি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে মুক্তি দেয়া হয় ছবিটি।

মুক্তির আগেই ছবিটি আলোচনায় আসে।

এতে আরও অভিনয় করেন ববি, সোহেল রানা, জাভেদ, ইলিয়াস কোবরা, ডা. এজাজ, শিরিন বকুল, সোহেল খান প্রমুখ। ছবিতে ৭টি গান রয়েছে।


মন্তব্য করুন