Select Page

মাত্র একটি হলে ‘লাইভ ফ্রম ঢাকা’, তবুও স্বস্তি সিনেপ্রেমীদের

মাত্র একটি হলে ‘লাইভ ফ্রম ঢাকা’, তবুও স্বস্তি সিনেপ্রেমীদের

বিশ্বের নামিদামি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে তিন বছর ধরে আলোচনায় আছে ‘লাইভ ফ্রম ঢাকা’। কিন্তু বাংলাদেশে যে মুক্তির নাম নেই। অবশেষে এলো সেই সুযোগ। 

২৯ মার্চ রাজধানীর বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে ‘লাইভ ফ্রম ঢাকা’। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ছবিটি মুক্তির খবর প্রথমে আসে ফেসবুকে। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষও নিশ্চিত করে।

চ্যানেল আই অনলাইনকে ছবির প্রযোজক শামসুর রহমান আলভি বলেন, “আমরা বহুদিন ধরেই চেষ্টা করছিলাম দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে। অতঃপর সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ২৯ মার্চ। এদিন বসুন্ধরা সিনেপ্লেক্সে ‘লাইভ ফ্রম ঢাকা’ মুক্তি পাচ্ছে।”

মাত্র একটি প্রেক্ষাগৃহ কেন?-এমন প্রশ্নে আলভি বলেন, ‘আমরা বহু চেষ্টা করেছি। কিন্তু হল মালিকদের হয়তো আমরা কনভিন্স করতে পারিনি। প্রচার প্রচারণার জন্যও ইউনিক আইডিয়া বের করতে পারিনি। যার কারণে একটি প্রেক্ষাগৃহেই ছবিটি মুক্তি পাচ্ছে।’

তবে স্টার সিনেপ্লেক্সে চলার পর যদি ছবিটি নিয়ে অন্য কেউ আগ্রহ দেখায় তাহলে তারা স্বউদ্যোগী হয়ে ছবিটি দেখানোর জন্য প্রস্তুত আছেন বলে জানান আলভি।

এদিকে ‘লাইভ ফ্রম ঢাকা’র মুক্তির খবর সিনেপ্রেমীদের অনেকেই উচ্ছ্বাসের সঙ্গে শেয়ার করেছেন ফেসবুকে।

৯৪ মিনিট ব্যাপ্তির ছবি ‘লাইভ ফ্রম ঢাকা’। যে ছবিতে দেখানো হয়েছে শেয়ার বাজার ধসে স্বর্বস্ব খুঁইয়ে ঢাকা থেকে পালাবার পথ খুঁজে ফেরা এক আংশিক প্রতিবন্ধী যুবকের গল্প। যে নৈতিকতা ও আত্মরক্ষার মধ্যে একটিকে বেছে নেওয়ার জটিল পরিস্থিতিতে পড়ে।

‘খেলনা ছবি’র ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্যও লিখেছেন আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার। এছাড়াও অভিনয় করেছেন তাসনোভা তামান্না, তানভির আহমেদ চৌধুরী, মোশাররফ হোসেন, রনি সাজ্জাদ, শিমুল জয় ও উজ্জ্বল আফজাল।


মন্তব্য করুন