Select Page

মাত্র তিন প্রেক্ষাগৃহে ‘রেহানা’, দ্রুত দেখে নিন

মাত্র তিন প্রেক্ষাগৃহে ‘রেহানা’, দ্রুত দেখে নিন

হয়তো চলতি সপ্তাহে দেশীয় প্রেক্ষাগৃহে হতে যাচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’-এর শেষ প্রদর্শনী। তার আগেই দেখে নিতে পারেন প্রশংসিত ছবিটি।

পঞ্চম সপ্তাহে এসে তিনটি প্রেক্ষাগৃহ ও একটি সাংস্কৃতিক কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে।

প্রথম সপ্তাহে ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। পরবর্তী সপ্তাহগুলোতে যথাক্রমে ১১, ৭ ও ৮টি হলে প্রদর্শিত হয়।

‘রেহানা মরিয়ম নূর’-এর দর্শকদের বড় অংশ ছিল মাল্টিপ্লেক্স কেন্দ্রিক। তবে সেখানেও শো একদম কমে এসেছে। রাজধানীর মাল্টিপ্লেক্স চেইন সিনেপ্লেক্সের সনি স্কয়ারে প্রতিদিন সাড়ে ৭টায় দেখা যাবে এ ছবির একমাত্র শো। তবে একই হলে ‘মিশন এক্সট্রিম’ এর বিশেষ প্রদর্শনীর জন্য রবিবারের শো থাকছেন না।

চট্টগ্রামের সিলভার স্ক্রিনেও সিনেমাটি পেয়েছে একাধিক শো। প্লাটিনামে শুক্রবার, রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার প্রদর্শিত হবে সোয়া ৭টায়। শনিবার ও সোমবার দেখা যাবে বিকেলে পৌনে ৫টায়। এ ছাড়া টাইটানিয়ামে প্রদর্শিত হবে শুক্রবার, রবিবার ও মঙ্গলবার বিকেল সোয়া ৫টায়।

খুলনার লিবার্টি সিনেপ্লেক্সে সপ্তাহজুড়ে বেলা সাড়ে ১১টা, বিকেল সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় দেখা যাবে ‘রেহানা মরিয়ম নূর’।

এ ছাড়া শুক্রবার থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ‘রেহানা মরিয়ম নূর’ দেখা যাবে রাজধানীর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার মিলনায়তন, সন্ধ্যা ৬টায়।

ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার বাংলাদেশ থেকে অফিশিয়াল সিলেকশন পেয়ে ‘রেহানা মরিয়ম নূর’ এখন ইতিহাসের অংশ। সম্প্রতি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নামজাদা এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (অ্যাপসা) দ্বিতীয় সেরা ছবি হয়েছে আবদুল্লাহ মোহাম্মদ সাদের নির্মাণটি এবং সেরা অভিনেত্রীর স্বীকৃতি পান আজমেরী হক বাঁধন। এ ছাড়া হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে জিতেছে নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড। এ ছাড়া সম্প্রতি কানাডার মোজাইক ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বাঁধন।


মন্তব্য করুন