Select Page

মান্না ভক্ত চরিত্রে গ্ল্যামার নয়, অভিনয় দরকার (ট্রেলার)

মান্না ভক্ত চরিত্রে গ্ল্যামার নয়, অভিনয় দরকার (ট্রেলার)

মান্না ভক্তের কাহিনি নিয়ে সিনেমা ‌‘অন্তর জ্বালা’। এ মহানায়কের ভক্ত যে কতটা ডেসপারেট হতে পারে তা দেখা গেল ট্রেলারে। আরো বোঝা গেল মান্না ভক্তের অভিনয়ের জন্য গ্ল্যামার নয়, দরকার অভিনয়। জায়েদ খান পেরেছেন তো?

ট্রেলার দেখে বোঝা গেল ততটা মন্দ নয় জায়েদ খান। আর অন্যদিকে পরী মনিকে দেখা গেল বারবি ডল সুলভ চরিত্র থেকে বের হয়ে আসতে।

সব মিলিয়ে বড় পরিসরের একটি গল্পের আভাস দিল ‘অন্তর জ্বালা’। এটি হলো সিনেমাটির ইতিবাচক দিক।

ইতোমধ্যে তামিল সিনেমা নকল করার অভিযোগ উঠেছে। তা সত্ত্বেও গল্প যদি মন কাড়ে— দর্শক নিশ্চয় ভালো লাগাটা অন্যদের মাঝেও ছড়িয়ে দেবেন।

মালেক আফসারী পরিচালিত ‌‘অন্তর জ্বালা’ মুক্তি পাবে আগামী ১৫ ডিসেম্বর। নির্মাতা জানান, ১৭৫টি হলে মুক্তি পাবে সিনেমাটি।

পরিবেশনায় আছে নায়ক মান্নার প্রতিষ্ঠান কৃতাঞ্জলি চলচ্চিত্র।

এই ছবিতে জায়েদ খানের বিপরীতে আছেন পরী মনি। আরো অভিনয় করছেন- নবাগত জয় চৌধুরী, মৌমিতা মৌ, প্রয়াত খল অভিনেতা মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহেনা জলী, বড়দা মিঠু ও চিকন আলী।


মন্তব্য করুন