Select Page

মারা গেছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব সাইফুল ইসলাম চৌধুরী

মারা গেছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব সাইফুল ইসলাম চৌধুরী

চলচ্চিত্র প্রদর্শক, প্রযোজক, পরিবেশক ও ব্যবসায়ী সাইফুল ইসলাম চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর।

চলচ্চিত্রের সঙ্গে সাইফুল ইসলাম চৌধুরীর যুক্ততা পারিবারিক সূত্রে। ঢাকার প্রথম সবাক সিনেমা ‘মুখ ও মুখোশ’-এর পরিবেশনার সঙ্গে যুক্ত ছিল তার পরিবার। সাত দশক জুড়ে প্রেক্ষাগৃহ, পরিবেশনা ও চলচ্চিত্র সামগ্রীর ব্যবসায় জড়িত ছিলেন তারা।

বড় ভাই মোশারফ হোসেন চৌধুরী ছিলেন চলচ্চিত্রের নামি চলচ্চিত্র ব্যক্তিত্ব। তার হাত ধরেই চলচ্চিত্রে সাইফুল ভাইয়ের আগমন। সারেন্ডার, বলবানসহ বেশ কিছু ছবি প্রযোজনাসহ অনেক দেশী-বিদেশী ছবির পরিবেশনা করেছেন তিনি।

সাইফুল ইসলাম চৌধুরী বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি হিসেবে তিনবার দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে স্ত্রী, একমাত্র কন্যা, জামাতা, নাতিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন সাইফুল ইসলাম চৌধুরী।


Leave a reply