মারা গেলেন মাহমুদ সাজ্জাদ
ববিতা অভিনীত প্রথম ছবি ‘সংসার’-এ তার বিপরীতে ছিলেন মাহমুদ সাজ্জাদ। পরবর্তীতে অল্প কিছু ছবি করলেও টিভি অভিনেতা হিসেবেই তার যত পরিচিতি। ৭২ বছর বয়সে তিনি মারা গেলেন রবিবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মাহমুদ সাজ্জাদ প্রায় দুই মাস আইসিইউতে ছিলেন। বেলা সাড়ে তিনটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
সেপ্টেম্বর মাসের শুরুর দিকে এই অভিনেতা সস্ত্রীক করোনায় আক্রান্ত হন। গত মাসের শেষ দিকে তার কভিড নেগেটিভ আসে। পরে করোনা-পরবর্তী জটিলতার কারণে তিনি খুবই দুর্বল হয়ে পড়েন।
মাহমুদ সাজ্জাদ শৈশব থেকেই সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে মঞ্চনাটকে অভিনয় শুরু করেন। তিনি খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। একসময় টেলিভিশনে নিয়মিত অভিনয় করতেন। টেলিভিশনে তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’।
মাহমুদ সাজ্জাদ স্ত্রী এবং উপল ও অঞ্জন নামের দুই ছেলে রেখে গেছেন।
টিভি প্রযোজক ম. হামিদ এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ তার ভাই।