Select Page

মার্চেও মুক্তি পাচ্ছে না ‘শাহেনশাহ’

মার্চেও মুক্তি পাচ্ছে না ‘শাহেনশাহ’

বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেল শামীম আহমেদ রনি পরিচালিত শাপলা মিডিয়ার ছবি ‘শাহেনশাহ’। কিন্তু পূর্ব ঘোষণা মেনে চলতি মাসে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

গেল সপ্তাহে সেন্সরে জমা পড়ে শাকিব খান, নুসরাত ফারিয়া ও রোদেলা অভিনীত তারকাবহুল ছবি ‘শাহেনশাহ’। সেন্সর ছাড়পত্র হাতে পাওয়ার পর ছবি মুক্তির কথা নিশ্চিত করার কথা থাকলেও প্রযোজক সেলিম খান বললেন অন্য কথা। টিজারেও উল্লেখ ছিল মার্চে মুক্তি পাবে। এর আগে অন্য তারিখে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার কথা ছিল।

সেলিম খান চ্যানেল আইকে বলেন, “উৎসব ছাড়া ‘শাহেনশাহ’ মুক্তি দিচ্ছি না। প্রথমে ভেবেছিলাম ২২ তারিখেই মুক্তি দিবো, কিন্তু পরে ভেবে দেখলাম আইপিএল এর সময় প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে খুব একটা দর্শক আসে না। তাই যে কোনো উৎসবে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা করছি।”

এদিকে মুক্তির অপেক্ষা থাকা ‘শাহেনশাহ’র ফার্স্টলুক প্রকাশ পেয়েছে সোমবার। যেখানে শাহেনশাহ রূপে দেখা গেছে শাকিব খানকে। বুধবার দেখা যাবে ছবির দ্বিতীয় লুক।

‘শাহেনশাহ’-এ শাকিব-নুসরাত ও রোদেলা ছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে মিশা সওদাগর, উজ্জ্বল,আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমিকে।


মন্তব্য করুন